নজরবন্দি ব্যুরোঃ বাংলা আবাস যোজনা নাকি প্রধানমন্ত্রী আবাস যোজনা? কেন্দ্রের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে কেন্দ্র সরকারের বিরুদ্ধে নীতির বিরুদ্ধে সপ্তমে সুর চড়ালেন তিনি। তাঁর প্রশ্ন, গুজরাতের বাড়ি ওদের নামে হলে বাংলা নয় কেন?

আরও পড়ুনঃ Irfan Pathan: উদয়পুর কাণ্ডে মুখ খুলে এবার নেটিজেনদের কটাক্ষের শিকার ইরফান পাঠান

মুখ্যমন্ত্রীর প্রশ্ন, রাজস্থানের বাড়ি যদি রাজস্থানের ভাষায় হতে পারে, গুজরাতের বাড়ি যদি সে রাজ্যের ভাষায় হয় তাহলে বাংলার বাড়ির নাম বাংলায় দিলে কার সমস্যা? মুখ্যমন্ত্রীর বক্তব্য, নামের আবার কী সঙ্কট! রাজস্থানের বাড়ি, গুজরাতের বাড়ি যদি ওদের নামে হতে পারে, তাহলে বাংলার বাড়ি কেন বাংলায় হবে না? এটা আমার অধিকার! প্রয়োজনে বকেয়া টাকা উদ্ধার করতে দিল্লি যাবেন বলেও জানিয়েছেন তিনি।

গুজরাতের বাড়ি ওদের নামে হলে বাংলা নয় কেন? সুর চড়ালেন মমতা 
গুজরাতের বাড়ি ওদের নামে হলে বাংলা নয় কেন? সুর চড়ালেন মমতা 

একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যতদিন অবধি না বকেয়া টাকা কেন্দ্র সরকার বরাদ্দ করছে, ততদিন নতুন করে নাম নথিভুক্তকরণ বন্ধ রাখা দরকার। সেইসঙ্গে তিনি বলেন, যে তালিকা তৈরি করা হয়েছিল তা বাতিল করে দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, এই প্রকল্পের ৪০ শতাংশ টাকা রাজ্য সরকার দেয়। তাহলে কেন্দ্র সরকার কেন টাকা বন্ধ করে দেবে? প্রশ্ন তুলেছেন তিনি।

এর আগে কেন্দ্রের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, আবাস যোজনায় ‘প্রধানমন্ত্রী’ না থাকলে এক টাকাও নয়। এমনকি এবিষয়ে নবান্নকে চিঠি দেয় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতর। একই সঙ্গে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, নতুন প্রকল্প ‘আবাস প্লাস’ বাবদও বাংলাকে কোনও টাকা দেওয়া হবে না। কেন্দ্রের তরফে নবান্নকে চিঠি দিয়ে এবিষয়ে স্পষ্ট করে দেওয়া হয়েছে। তাতে বাংলার বদলে প্রধানমন্ত্রীর নাম ওই যোজনায় যুক্ত না করা পর্যন্ত নতুন টার্গেট দেওয়া হবে না। এমনটাই সূত্রের খবর।

গুজরাতের বাড়ি ওদের নামে হলে বাংলা নয় কেন? সুর চড়ালেন মমতা 

গুজরাতের বাড়ি ওদের নামে হলে বাংলা নয় কেন? সুর চড়ালেন মমতা 
গুজরাতের বাড়ি ওদের নামে হলে বাংলা নয় কেন? সুর চড়ালেন মমতা 

নবান্নের অভিযোগ, যে সমস্ত প্রকল্পে রাজ্যও টাকা দেয়, সেগুলিতেও কেবল মাত্র কেন্দ্রের ছবি দিয়ে প্রচার চাইছে মোদী সরকার। একাধিক প্রকল্পের অর্থ বরাদ্দও বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। এমনকি বকেয়া টাকা চাইতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহের সঙ্গে দেখা করে তৃণমূলের প্রতিনিধি দল। তবুও বরফ না গলায় এবার কেন্দ্রের বিরুদ্ধে রণংদেহী মণভাব মুখ্যমন্ত্রীর।