বিয়ের মরশুমে ফের কমল সোনার দাম।

নজরবন্দি ব্যুরো: বিয়ের মরশুমে ফের কমল সোনার দাম। দেশের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে পতন দেখা গিয়েছে আজ৷ সকালে সোনার ফেব্রুয়ারির ফিউচার ট্রেড ১৮.০০ টাকা পতনের সঙ্গে ৪৮,৮৭৬ টাকায় হচ্ছিল ৷ এর পাশাপাশি রুপোর মার্চ ফিউচার ট্রেডিং ৩৫৬ টাকা বেড়ে ৬৫৭৮৫ টাকায় হচ্ছিল ৷ এর আগে সোনার দাম ছিল ৪৮২১৫ টাকা প্রতি ১০ গ্রামে ৷ রুপোর দাম ৬৪১১৬ টাকা প্রতি কিলোগ্রামে ৷
আরও পড়ুনঃ এবার দেবলীনা বিতর্কে বিজেপিকে একহাত নিলেন কৌশিক সেন
১৯ জানুয়ারি দিল্লিতে সোনার দাম
২২ ক্যারেট সোনার দাম- ৪৭৬৬০ টাকা
২৪ ক্যারেট সোনার দাম- ৫১৯৯০ টাকা
রুপোর দাম- ৬৫৬০০ টাকা
বিয়ের মরশুমে ফের কমল সোনার দাম। অবশ্য আন্তর্জাতির বাজারে সোনা উর্ধ্বমুখী৷ এদিন সোনার দাম ১.৯৫ ডলার বেড়ে ১৮৩৮.৩৩ ডলার প্রতি আউন্স ছিল ৷ রুপোর দাম ০.২৫ ডলার বেড়ে ২৫.২১ ডলার ৷
সোমবার ভারতীয় বাজারে সোনার দাম ছিল উর্ধ্বমুখী ৷ দিল্লিতে সোমবার সোনার দাম প্রতি ১০ গ্রামে ১১৭ টাকা বেড়েছিল ৷ ৯৯.৯ গ্রাম শুদ্ধতার ১০ গ্রাম সোনার দাম ৪৮,৩৩২ টাকা হয়ে গিয়েছিল।এদিন দিল্লির সরাফা বাজারে রুপোর দাম প্রতি কিলোগ্রামে ৫৪১ টাকা বেড়ে প্রতি কিলোগ্রামে ৬৪৬৫৭ টাকা হয়েছে ৷