আসন রফা নিয়ে কংগ্রেসের সঙ্গে সংঘাতে যেতে চায় না বাম!

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ সামনেই ২১-শে নির্বাচন। তার আগেই আসন রফা করতে চাইছে বামকংগ্রেস। ইতিমধ্যেই কংগ্রেসের তরফে বামফ্রন্টের কাছে ১৩০টি আসন দাবি করা হয়েছে। আর আসনের সেই তালিকা হাতে পাওয়ার পরই ঘুম উড়েছে বামেদের। সূত্রের খবর, সিপিএমের হাতে কংগ্রেসের পক্ষ থেকে যে তালিকা পাঠানো হয়েছে, তাতে এমন সব আসনের দাবি করা হয়েছে যেখানে কিনা এখনও বামফ্রন্টের বিধায়ক রয়েছেন।

আরও পড়ুনঃ ফের উত্থানের জমিতেই ভাঙ্গন তৃণমূলের! এবার BJPতে সিঙ্গুর বিধায়ক পুত্র

স্বাভাবিক ভাবেই কংগ্রেসের এই আচরণেই অস্বস্তিতে পড়তে হয়েছে বামেদের। বামেদের দেওয়া কংগ্রেসদের এই তালিকা হাতে পাওয়ার পরই আলোচনা শুরু হয়েছিল, আলিমুদ্দিন স্ট্রিটে। তবে বামেদের সঙ্গে আলোচনার জন্য এআইসিসি যে কমিটি গড়ে দিয়েছিল, সেই কমিটির বাকি সদস্যেরাও এমন তালিকার ব্যাপারে অন্ধকারে। ফলে সভাপতির নির্দেশেই সেই তালিকা বিধানভবন থেকে মুজফ্‌ফর আহমেদ ভবনে গিয়েছে, আর সেই কারণেই বির্তক এড়াতে মুখ খুলতে নারাজ কমিটির সদস্যরা। গত রবিবারই ১৩০ টি আসন নিয়ে কংগ্রেসের পক্ষে সওয়াল করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

তারপরই এই তালিকাই পাঠানো হয় আলিমুদ্দিন স্ট্রিটে। ফলে এই কারণে এই মুহূর্তে কংগ্রেসের সঙ্গে আসন রফা নিয়ে কোনো রকম বাদানুবাদে যেতে চাইছে না বাম। এ বিষয়ে সিপিআইয়ের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘আমরা গত বিধানসভা ভোটে ১১টি আসনে লড়াই করেছিলাম। এর চেয়ে কম আসনে লড়াই করা সম্ভব নয়। তবুও বলব, তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে যেন আসন রফার বিষয়টি কখনও জোটের ক্ষেত্রে অন্তরায় না হয়।’’ প্রায় একই সুরে আরএসপি নেতা মনোজ ভট্টাচার্য এদিন বলেন,‘‘কংগ্রেসের দাবি করা ১৩০টি আসন যেমন কোনও ঈশ্বরের স্থির করে দেওয়া সংখ্যা নয়। আমরাও তেমনি কোনও স্থির আসনের দাবি নিয়ে মারামারি করব না। আমরা চাই যাতে সমঝোতা সুষ্ঠুভাবে সম্পন্ন হোক।’’

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তীব্র গরমেও ভোটদানে এগিয়ে বাংলা, সকাল ১১ টা পর্যন্ত তিন কেন্দ্রে কত ভোট পড়ল?

তীব্র গরমেও ভোটদানে এগিয়ে বাংলা, সকাল ১১ টা পর্যন্ত তিন কেন্দ্রে কত ভোট পড়ল?

প্রথম দিন বাংলার তিন কেন্দ্রে ভোটগ্রহণ। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার। সকাল ৯ টা পর্যন্ত প্রাপ্ত ভোটের হার ছিল ১৫%। পরের দু'ঘন্টায় অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ভোটদানের হার বেড়ে হল ৩৩.৫৬%।
নির্বাচনের সময় আবার উত্তপ্ত শীতলকুচি, ভোটদানে বাধা হাঁসুয়ার কোপ বিজেপি কর্মীর মাথায়

নির্বাচনের সময় আবার উত্তপ্ত শীতলকুচি, ভোটদানে বাধা, হাঁসুয়ার কোপ বিজেপি কর্মীর মাথায়

তৃণমূলের ভোটারদের ভোট দিতে না যাওয়ার হুমকি। এমনকি তৃণমূলের পঞ্চায়েত সদস্য কেও প্রাণে মেরে ফেলার হুমকি, অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়।
ভোটের প্রথম দিনেই অশান্তি বাংলায়, পিসরুম থেকে নজরদারি রাজ্যপালের

ভোটের প্রথম দিনেই অশান্তি বাংলায়, পিসরুম থেকে নজরদারি রাজ্যপালের

শীতলকুচিতে এক বিজেপি কর্মীর ওপর হাঁসুয়া দিয়ে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তাঁর হাতে ও মাথায় কোপ পড়েছে বলে অভিযোগ। পাশাপাশি, ভোট দানেও বাধা দেওয়া হচ্ছে বলে বিজেপি কর্মীরা নালিশ জানিয়েছেন।
দেশের মধ্যে এগিয়ে বাংলা, সকাল ৯ টা পর্যন্ত সর্বোচ্চ ভোট পড়ল এরাজ্যে

দেশের মধ্যে এগিয়ে বাংলা, সকাল ৯ টা পর্যন্ত সর্বোচ্চ ভোট পড়ল এরাজ্যে

নির্বাচন কমিশনের তরফে তথ্য প্রকাশ করা হয়েছে। সকাল ৯ টা পর্যন্ত গোটা দেশের মধ্যে বাংলায় সর্বোচ্চ ভোটদান (Highest Rate of Voting in Bengal) হয়েছে। শতাংশের হার বাংলায় কত পড়ল ভোট?
প্রথম দফাতেই 'অশান্ত 'বাংলা, TMC-BJP তরজা, ভোট দিলেন ৩ কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা

প্রথম দফাতেই ‘অশান্ত ‘বাংলা, TMC-BJP তরজা, ভোট দিলেন ৩ কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা

১৯ এপ্রিল প্রথম দফার লোকসভা নির্বাচনে দেশের ১০২ টি কেন্দ্রে ভোট চলছে, যার মধ্যে বাংলার তিনটি কেন্দ্র রয়েছে। সকাল ৭ টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ পর্ব চলবে সন্ধ্যে ৭ টা পর্যন্ত। ২০২৪ লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হবে আগামী ৪ জুন।

Lifestyle and More...