নজরবন্দি ব্যুরো: অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তীকে এবার দেখা যাবে বলিউডে। শোনা যাচ্ছে তিনি বলিউডে এক বাঙালির পরিচালকের ছবিতে অভিনয় করতে চলেছেন। পরিচালক সৌমিক সেনের তত্ত্বাবধানে তৈরি হবে বিগ বাজেট এই ওয়েব সিরিজ। তবে বিষয়টি সম্পর্কে নামী ওটিটি প্ল্যাটফর্ম বা পরিচালকের তরফে এখনও কিছু ঘোষণা করা হয়নি।বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হতে পারে ওয়েব সিরিজটি।
আরও পড়ুন: এবার বিগ বসে সলমনের অথিতি নুসরত! কি বললেন অভিনেত্রী সাংসদ?
হিন্দি এই ওয়েব সিরিজে মিমি ছাড়াও অভিনয়ে আলি ফজলের নাম শোনা যাচ্ছে তেমনই টলিউডের এক জনপ্রিয় অভিনেতার নাম উঠে আসছে। এর আগে মাধুরী দীক্ষিত এবং জুহি চাওলাকে নিয়ে সৌমিক তৈরি করেছিলেন ‘গুলাব গ্যাং’। বাংলা ছবি ‘মহালয়া’ তৈরি করে চর্চার কেন্দ্রে ছিলেন সৌমিক। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনায় সেই ছবির প্রধান মুখ ছিলেন যিশু সেনগুপ্ত, শুভাশিস মুখোপাধ্যায়ের মতো অভিনেতারা।

টলিউড ছেড়ে এবার বলিউডে পা, হিন্দি ওয়েব সিরিজে এবার মিমি
উল্লেখ্য, এর আগে স্বস্তিকা মুখোপাধ্যায়, পাওলি দাম ও রাইমা সেন হিন্দি সিনেমা-সিরিজে কাজ করেছেন।। রাজ চক্রবর্তীর বলিউড ডেবিউর খবরও শোনা গিয়েছে। মিমি চক্রবর্তী যদিও এর আগে ‘পোস্ত’-র হিন্দি রিমেকে অভিনয় করেছেন, সে ছবি মুক্তির অপেক্ষায়। তবে, টলিপাড়ার বাংলা বাণিজ্যিক ছবির হাত ধরে জনপ্রিয় হয়েছেন যেসব অভিনেত্রী, সেই নায়িকাদের মধ্যে কেউই এখনও বলিউডে কোনও ওয়েব সিরিজের প্রধান মুখ হননি। সে ক্ষেত্রে মিমিকে এই ওয়েব সিরিজে দেখার জন্য যে উন্মাদনা থাকবে,সংশয় নেই।