SSC-TET Scam: ৩০ কোটি টাকা তুলেছিলেন কুন্তল ঘোষ, নিয়োগ দুর্নীতিতে মোড় ঘোরাচ্ছে কালো ডায়েরি
Kuntal Ghosh take 30 Crore said ED

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতিতে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদের পর তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি কালো ডায়েরি। যা নিয়োগ দুর্নীতিতে মোড় ঘোরাচ্ছে বলেই জানা গেছে। সাড়ে ১৯ কোটি টাকা নয়, ৩০ কোটি টাকা তুলেছিলেন কুন্তল ঘোষ। আদালতে এমনটাই দাবি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুনঃ Left-Congress: মানুষের ভোটের অধিকার সুনিশ্চিত হোক, নির্বাচন কমিশনের কাছে আর্জি বাম-কংগ্রেসের

এদিন ইডির আইনজীবী আদালতে জানিয়েছেন, সরকারি চাকরি সহ একাধিক প্রতিশ্রুতি দিয়ে ৩০ কোটি টাকা তুলেছিলেন কুন্তল। ২০২৬ সাল থেকে এই কাজ শুরু করেছিল কুন্তল। কুন্তলের বাড়ি থেকে উদ্ধার হওয়া কালো ডায়েরিতে সেই লেনএনের কথা উল্লেখ করা হয়েছে। ইডির আইনজীবীর বক্তব্য, প্রথমে ভারত মহাসাগর মনে করা হলেও দুর্নীতির বহর প্রশান্ত মহাসাগরের মতো।

৩০ কোটি টাকা তুলেছিলেন কুন্তল ঘোষ, দাবি ইডির 
৩০ কোটি টাকা তুলেছিলেন কুন্তল ঘোষ, দাবি ইডির

ইডির তরফে জানানো হয়েছে, ডিএলএডে ভর্তি ছাড়াও, উচ্চ প্রাথমিক, নবম – দশম, একাদশ – দ্বাদশ, গ্রুপ ডি ও গ্রুপ সি নিয়োগেও টাকা নিয়েছিলেন ওই ব্যক্তি। আর কারোর কাছ থেকে টাকা পেয়েছেন কি না, সেই টাকার বাগ আর কেউ নিয়েছেন কিনা সবটা খতিয়ে দেখার জন্য আগামী ১৪ দিনের হেফাজতে চাইছে ইডি। পাল্টা কুন্তল ঘোষের আইনজীবী বলেন, তাঁকে টাকা দিয়েছেন মানিক ভট্টাচার্য। যে টাকা দিল তার বিরুদ্ধে ইডি কোনও ব্যবস্থা নিল না অথচ তদন্তে সহযোগিতা করেও গ্রেফতার হলেন কুন্তল!

কুন্তলের সঙ্গে কোথায় যোগসূত্র পেল তদন্তকারী সংস্থা? ইডি সূত্রে খবর, প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের সম্পর্কে ইডি যে চার্জশিট দিয়েছিল, সেখানে মিস্টার ঘোষ বলে একজনের নাম উল্লেখ ছিল। সেটা কুন্তল বলেই জানা গেছে। মানিকের চার্জশিটে ছিল কুন্তলের নাম থাকতেই তাঁকে তলব করা হয়েছে।

৩০ কোটি টাকা তুলেছিলেন কুন্তল ঘোষ, দাবি ইডির 

৩০ কোটি টাকা তুলেছিলেন কুন্তল ঘোষ, দাবি ইডির 
৩০ কোটি টাকা তুলেছিলেন কুন্তল ঘোষ, দাবি ইডির

সিবিআইয়ের সন্দেহ গিয়েছিল যুব তৃণমূল নেতার দিকে। সেই সূত্র ধরেই গত দুই দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সিবিআইয়ের দফতরে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল এবং কুন্তলকে। সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের পর অবশ্য তাপস মণ্ডল দাবি করেছিলেন ১৯ কোটি টাকা নিয়েছিল কুন্তল। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে কুন্তল। তাঁর বক্তব্য ছিল, তাহলে তাঁকে সিবিআই গ্রেফতার কেন করল না?