ফের রেকর্ড কলকাতা মেট্রোর, চলতি অর্থবর্ষে যাত্রীসংখ্যা ছাড়াল ১১ কোটি

নজরবন্দি ব্যুরো: বর্তমান এই ব্যস্ততার সময়ে পরিবহণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম মেট্রো। অল্প সময়ের মধ্যেই গন্তব্যে পৌঁছে যাওয়া যায়। কম সময়ে, নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছতে অনেকেই এখন বেছে নিচ্ছেন মেট্রোকে। যার ফলে দিনের পর দিন বাড়ছে যাত্রী সংখ্যা। এবছর রেকর্ড সংখ্যক যাত্রী হয়েছে কলকাতা মেট্রোতে। যা গত বছরের তুলনায় অনেক বেশি।

আরও পড়ুন: ঝোড়ো হাওয়া, দোসর বৃষ্টি, দক্ষিণবঙ্গে দুর্যোগ? রইল আবহাওয়ার আপডেট

কলকাতা মেট্রো ব্লু লাইন (উত্তর-দক্ষিণ), গ্রিন লাইন (পূর্ব-পশ্চিম) ও জোকা-তারাতলা- এই মুহূর্তে এই তিন লাইনে মেট্রো চলাচল করছে। জানা গিয়েছে, চলতি অর্থবর্ষের ৩১ অক্টোবর পর্যন্ত সব মিলিয়ে যাত্রী সংখ্যা ছিল ১১.১৮ কোটি। কেবল অক্টোবর মাসে মেট্রোতে মোট ১.৮৩ কোটি যাত্রী পরিষেবা পেয়েছেন। যা গতবারের তুলনায় এই সংখ্যা ৩.৯৮ শতাংশ বেশি। চলতি অর্থবর্ষে ব্লু লাইন মেট্রো অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত সবথেকে বেশি মানুষ যাতায়াত করেছেন। গ্রিন লাইন মেট্রো অর্থাৎ ইস্ট-ওয়েস্ট মেট্রোতে ৬৯.৩৯ লক্ষ যাত্রী যাতায়াত করেছেন। জোকা-তারাতলা মেট্রোতে পরিষেবা পেয়েছেন ৭৮ হাজার ১৩১ জন যাত্রী।

ফের রেকর্ড কলকাতা মেট্রোর, চলতি অর্থবর্ষে যাত্রীসংখ্যা ছাড়াল ১১ কোটি

কলকাতা মেট্রো সূত্রে খবর, ২০২২ সালের অর্থবর্ষে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত যাত্রীসংখ্যা ছিল ৯.৯৪ কোটি। গত বছর কেবল অক্টোবরে যাত্রী সংখ্যা ছিল ১.৭৬ কোটি। এবারে সেই সংখ্যা ১২.৪৭ শতাংশ বেড়েছে বলে জানানো হয়েছে। কলকাতা মেট্রো জুড়ে একাধিক প্রকল্পের কাজ চলছে। কাজের গতি বাড়ানো হয়েছে। আগামী বছরের (২০২৪ সাল) মধ্যেই একাধিক প্রকল্প চালু হয়ে যেতে পারে। আগামী ডিসেম্বরেই গঙ্গার নীচ দিয়ে মেট্রো ছুটবে। ফলে যাত্রী সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

ফের রেকর্ড কলকাতা মেট্রোর, চলতি অর্থবর্ষে যাত্রীসংখ্যা ছাড়াল ১১ কোটি

উল্লেখ্য, চলতি বছরের দুর্গা পুজোয় মেট্রো পরিষেবা বাড়িয়েছিল কর্তৃপক্ষ। পঞ্চমী-দশমী, এই ছয়দিনে বিপুল লক্ষ্মীলাভ হয়েছে কলকাতা মেট্রোর। তবে মহালয়ার দিন থেকেই ভিড় বাড়তে শুরু করেছিল। কলকাতা মেট্রোর বিবৃতি অনুযায়ী, পুজোয় যাত্রী পরিবহণ থেকে মেট্রোর আয় হয়েছে ৬.১২ কোটি টাকা। এর মধ্যে টোকেন এবং স্মার্ট কার্ড বিক্রি ছাড়াও রিচার্জের অঙ্ক যুক্ত ছিল। এছাড়া, পঞ্চমী থেকে দশমীর মধ্যে কলকাতা মেট্রো ৪১ লক্ষ ৬৫ হাজার যাত্রী বহন করেছে।

ফের রেকর্ড কলকাতা মেট্রোর, চলতি অর্থবর্ষে যাত্রীসংখ্যা ছাড়াল ১১ কোটি

ফের রেকর্ড কলকাতা মেট্রোর, চলতি অর্থবর্ষে যাত্রীসংখ্যা ছাড়াল ১১ কোটি
ফের রেকর্ড কলকাতা মেট্রোর, চলতি অর্থবর্ষে যাত্রীসংখ্যা ছাড়াল ১১ কোটি