Arvind Kejriwal-কে সমর্থনের আশ্বাস, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ কেসিআরের

নজরবন্দি ব্যুরো: দিল্লির আমলাদের উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ আটকাতে মরিয়া অরবিন্দ কেজরিওয়াল। বিভিন্ন রাজ্যের সমর্থন আদায় করতে কলকাতা, মুম্বইয়ের পর হায়দরাবাদ সফরে গিয়েছেন তিনি। দেখা করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে। শনিবার দুজনের বৈঠক শেষে দিল্লির মখ্যমন্ত্রীকে সমর্থনের আশ্বাস দিলেন কেসিআর। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ শোনা গেল তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর মুখে।

আরও পড়ুন: NITI Ayog-এর বৈঠক বয়কট ৮ মুখ্যমন্ত্রীর, মমতা-কেজরীর পর মুখ ফেরালেন গেহলট-নীতীশ

এদিন দুপুরেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন আপ সুপ্রিমো। সাংবাদিক বৈঠকে কে চন্দ্রশেখর রাও বলেন, “কেন্দ্র অবিজেপি শাসিত রাজ্যগুলিকে কাজ করতে দিচ্ছে না। দিল্লিতে আপ একটি জনপ্রিয় দল। পুরসভার ভোটেও জয়লাভ করেছে। বিজেপি প্রতিবন্ধকতা সৃষ্টি করছে যার ফলে দিল্লির সরকারকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়েছে।” তিনি আরও বলেন, “সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে আমলারা দিল্লি সরকারের অধীনে কাজ করবে। কিন্তু শীর্ষ আদালতের নির্দেশের যদি মান্যতা না থাকে আমাদের সেই পুরনো দিনগুলির কথা মনে পড়ে যখন জরুরি অবস্থা জারি করা হয়েছিল।”

Arvind Kejriwal-কে সমর্থনের আশ্বাস, তেলেঙ্গানায় দেখা করলেন কেজরিওয়াল-কেসিআর

কে চন্দ্রশেখর রাও মোদীর কাছে অধ্যাদেশ তুলে নেওয়ার দাবি জানান। পাশাপাশি তিনি এবং তাঁর সরকার যে কেজরিয়ালকে সমর্থন করবেন একথাও স্পষ্ট করে দেন। অন্যদিকে, দিল্লির মুখ্যমন্ত্রীর কথায়, “এই অনাচার কেবল দিল্লির একার নয় এটি গণতন্ত্রের জন্য ক্ষতিকারক।” অরবিন্দ কেজরিওয়াল ইতিমধ্যেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, উদ্ধব ঠাকরে এবং এনসিপি সভাপতি শরদ পাওয়ারকে পাশে পেয়েছেন।

Arvind Kejriwal-কে সমর্থনের আশ্বাস, তেলেঙ্গানায় দেখা করলেন কেজরিওয়াল-কেসিআর
Arvind Kejriwal-কে সমর্থনের আশ্বাস, তেলেঙ্গানায় দেখা করলেন কেজরিওয়াল-কেসিআর

শনিবার দিল্লিতে নীতি আয়োগের বৈঠক ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বৈঠকে উপস্থিত না হওয়ার কথা জানিয়ে দিয়েছিলেন। অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে বৈঠক বয়কট করেন। এরপর একে একে নীতীশ কুমার, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, কে চন্দ্রশেখর রাও সহ ৮ জন মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠক বয়কট করেছেন।

Arvind Kejriwal-কে সমর্থনের আশ্বাস, তেলেঙ্গানায় দেখা করলেন কেজরিওয়াল-কেসিআর

Arvind Kejriwal-কে সমর্থনের আশ্বাস, তেলেঙ্গানায় দেখা করলেন কেজরিওয়াল-কেসিআর
Arvind Kejriwal-কে সমর্থনের আশ্বাস, তেলেঙ্গানায় দেখা করলেন কেজরিওয়াল-কেসিআর