নজরবন্দি ব্যুরোঃ এখন দু’জনেই দুই পথে, যে যার মত দাম্পত্য জীবন কাটাছেন নিজেদের সংসারে। দীর্ঘ চার বছর প্রেমের পর ২০১৬-য় যে যাঁর পথ আলাদা করে নিয়েছিলেন রণবীর কপূর এবং ক্যাটরিনা কইফ। ভক্তরা ভেঙে পড়লেও আবার পরবর্তী পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছেন। ক্যাটরিনা এখন ভিকি কৌশলকে নিয়ে সুখী। রণবীর সম্প্রতি আলিয়া ভট্টের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন।
আরও পড়ুনঃ মোদীর সফরের মুখে জম্মুতে জঙ্গি হামলা, নিহত ২ জঙ্গি-সহ তিন
তবে একটা বিষয় নিয়ে আজও চর্চা হয় বলিপাড়ায়। আলিয়া ভট্টের খুড়তুতো ভাই ইমরান হাসমিই (Emraan Hashmi) নাকি ক্যাটরিনাকে পরামর্শ দিয়েছিলেন রণবীরকে ছেড়ে আসার জন্য। কর্ণ জোহরের চ্যাট শোতে ইমরানকে বলা হয়েছিল- রণবীর এবং ক্যাটরিনাকে তিনি কী পরামর্শ দিতে চান? ‘মার্ডার’ এর নায়ক রণবীরকে পরামর্শ দেন, ‘মহিলাদের নিয়ে খেলা বন্ধ করো।’ আর ক্যাটরিনার উদ্দেশ্যে বলেন, ‘রণবীরকে ছাড়ো।’

রণবীর কপূর এবং ক্যাটরিনা কইফকে শেষ বার একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল ‘জগ্গা জাসুস’-এ। তার পরই দু’জনের পথ আলাদা হয়ে যায়। ছবিটিও বক্স অফিসে সে ভাবে আলোড়ন ফেলতে পারেনি। তবে বিচ্ছেদের পরও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন রণবীর এবং ক্যাট।
‘রণবীরকে ছাড়ো ক্যাট’, সাবধানতা ইমরান হাসমির
এ দিকে, মহেশ শর্মার ‘টাইগার-৩’ ছবিতে ক্যাটরিনার সঙ্গে প্রথম বার পর্দা ভাগ করবেন ইমরান। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সলমন খান। ক্যাটরিনার আর এক প্রাক্তন!