অভিষেককে ডেকে লাভ হবে না, প্রশ্নের মুখে মেজাজ হারালেন কালীঘাটের কাকু
kalighater kaku on eds summoning of abhishek

নজরবন্দি ব্যুরো: প্রশ্নের মুখে মেজাজ হারালেন কালীঘাটের কাকু! আর মেজাজ হারিয়েই একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন নিয়োগ দুর্নীতিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডির হাতে গ্রেফতার হওয়া ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। বললেন, “আমার ২০০ কোটি টাকা তো আপনার কী? ইডির অভিষেককে তলব করে কোনও লাভ হবে না!”

আরও পড়ুন: Panchayat-এ হেরে যাওয়ার ভয়ে খুন করছে তৃণমূল! খড়গ্রামে দাবি অধীরের!

জানা গিয়েছে, শনিবার স্বাস্থ্যপরীক্ষার জন্য সুজয়কৃষ্ণকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আর সেখানেই সংবাদমাধ্যমের পক্ষ থেকে তাঁকে প্রশ্ন করা হলেও, মেজাজ হারান সুজয়কৃষ্ণ। রীতিমত চোখে-মুখে বিরক্তি নিয়ে তিনি বলেন, আমার ২০০ কোটি টাকা তো আপনার কী? তাতে ইডির কী? লোকের কি টাকা থাকতে পারে না? অভিষেককে তলব করে কোনও লাভ হবে না।”

অভিষেককে ডেকে লাভ হবে না, মেজাজ হারালেন কালীঘাটের কাকু
অভিষেককে ডেকে লাভ হবে না, মেজাজ হারালেন কালীঘাটের কাকু

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য-রাজনীতি! কোটি কোটি টাকা উদ্ধারের পাশাপাশি নাম জড়িয়ে তৃণমূলের হেভিওয়েট নেতাদের নাম। দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ, মানিক ভট্টাচার্য সহ তাঁর ঘনিষ্ঠ তাপস মণ্ডল কেও। শুধু তাই নয়, কুন্তলকে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে তাপস মণ্ডল, গোপাল দলপতি, কালীঘাটের কাকুর মতো কয়েকজনের নাম।

অভিষেককে ডেকে লাভ হবে না, মেজাজ হারালেন কালীঘাটের কাকু

এরপরেই দু’বার কালীঘাটের কাকুকে তলব করে সিবিআই। শুধু তাই নয়, সুজয়কৃষ্ণের বাড়িতে তল্লাশি অভিযান চালায় তদন্তকারী আধিকারিকরা। আর সেই তল্লাশি অভিযানে সুজয়বাবুর বাড়ি থেকে বেশ কিছু নথি পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর ওই সংস্থাগুলির বিষয়ে আরও তথ্য পেতে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অবশেষে গত ৩০ মে নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্তে অসহযোগিতার অভিযোগে সুজয়কৃষ্ণকে গ্রেফতার করে ইডি

অভিষেককে ডেকে লাভ হবে না, মেজাজ হারালেন কালীঘাটের কাকু

অভিষেককে ডেকে লাভ হবে না, মেজাজ হারালেন কালীঘাটের কাকু