নজরবন্দি ব্যুরো: দেখতে দেখতে ৮০০ দিনে পড়ল এসএলএসটি চাকরি প্রার্থীদের ধর্না। বারংবার বঞ্চনার শিকার হয়েছেন বলে দাবি তুলে কলকাতার রাজপথে নেমেছেন নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীরা। আর এইদিনে, অর্থাৎ মঙ্গলবার কালীঘাটের মা কালীর কাছে পুজো দিয়ে আন্দোলন শুরু করেন প্রার্থীরা। শুধু তাই নয়, এদিন মুখে কালি মেখে প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে নিজেদের রক্ত দিয়ে চিঠি লিখে, সেই চিঠি পাঠালেন চাকরিপ্রার্থীরা।
আরও পড়ুন: Dilip ghosh: নতুন মুরগির খোঁজ চলছে! মমতা-কেজরিওয়াল বৈঠক নিয়ে বিস্ফোরক দিলীপ
জানা গিয়েছে, সিরিঞ্জে রক্ত নিয়ে সেই রক্ত দিয়েই চিঠি লিখলেন তাঁরা! এপ্রসঙ্গে একজন চাকরিপ্রার্থী বলেন, “এটাই আমাদের শেষ চেষ্টা! নিজেদের রক্ত দিয়ে চিঠি লিখে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আর আমাদের কাছে কিছুই বেঁচে নেই। আমরা চাইছি যে আমাদের দ্রুত নিয়োগ হোক। আর কতদিন এইভাবে আমরা এখানে বসে থাকব? মুখ্যমন্ত্রীর কাছে রক্ত দিয়ে চিঠি লিখে পৌঁছতে চাইছি। তাহলে যদি উনি কিছু বোঝার চেষ্টা করেন।”

প্রসঙ্গত, ২০১৬ সালে এসএলএসটি-তে নয়া চাকরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু পরে সেই বিজ্ঞপ্তির ভিত্তিতে যে চাকরি দেওয়া হয়েছিল, সেখানে নাকি দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছিল। এরপরেই এই মামলা হয় হাইকোর্টে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি বাতিল হয় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার। সেই চাকরি পান ববিতা সরকার। যদিও পরে তাঁর চাকরিও বাতিলের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
অন্যদিকে, হকের চাকরির দাবিতে সাড়া কলকাতাজুড়ে কখনও প্রেস ক্লাবের সামনে, কখনও আবার সেন্ট্রাল পার্কে অবস্থান বিক্ষোভ! আর এখন আন্দোলনকারীদের নতুন ধর্নার জায়গা হয়েছে, সেটা হল, ধর্মতলার গান্ধীমূর্তির পাদদেশ। কিন্তু এদিকে, রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করেও কোনও লাভ হয়নি।