নজরবন্দি ব্যুরোঃ আজকাল ইনস্টাগ্রামে রিল করা একটা ট্রেণ্ড হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি কেউ বাদ যায়না রিল পোস্ট করতে। নিত্য নতুন রিল ইনস্টাগ্রাম খুললেই দেখতে পাওয়া যায়। এবার সেই রিল পোস্ট করেই কটাক্ষের মুখে পড়লেন অভিনেতা অভিনেত্রী।
আরও পড়ুনঃ প্যান-আধার লিঙ্কের সময়সীমা কতদিন বাড়ানো হল! জেনে নিন
জিতু-নবনিতা এই দম্প্রতি দুজনেই জনপ্রিয় অভিনেত্রী। রোজকার মত আজকেও তারা একটা রিল পোস্ট করেন রিল টিতে দেখা যায় জিতু খাটে বসে ফোন ঘাঁটছে, সেই সময় নবনিতা তাঁকে গায়ে লাথি মেরে পরতে বসতে বলে। সেই ভিডিও দেখেই নেটিজেন রা বাজে মন্তব্য করেন।
অনেকে আবার তাদের পোস্টের নীচে কমেন্ট করেছে ‘ লাজ লজ্জা কিছু নেই নাকি’, ‘স্বামীর গায়ে কেউ পা তলে’, ‘ আচ্ছা, বর কে লাথি মারছে মানে ও খুব আধুনিক। তাছাড়া এটা তো একটা এক্টিং’ , ‘কি অত্যাচারটা করে নবনীতা দি প্লিজ যতোই ঝগড়া হোক আপনারা আলদা হবেন না আমার বিনীত অনুরোধ ‘
রিলের জন্য বরের গায়ে লাথি! সামাজিক মাধ্যম জুড়ে ছি! ছি!
নবনিতা মা তারা ধারাকবাহিকে মা তারার ভুমিকায় অভিনয়ে করত। সম্প্রতি সেই ধারাবাহিক শেষ হয়েছে। সেই প্রসঙ্গে একজন কমেন্ট করেছেন নবনীতাদির মধ্যে মা তারার ভর এখনও কাটেনি মনে হচ্ছে।