16th জানুয়ারি, 2026 (শুক্রবার) - 5:10 অপরাহ্ন
23 C
Kolkata

ইউনুস সরকারের চাপে কি বদলাচ্ছে বিশ্বকাপ সূচি? সমাধান খুঁজতে ঢাকায় আইসিসির প্রতিনিধি দল

টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অচলাবস্থা কাটাতে ঢাকায় আইসিসির প্রতিনিধি দল। ভেন্যু বদলের দাবিতে অনড় ইউনুস সরকার, সিদ্ধান্তের দোরগোড়ায় ক্রিকেটবিশ্ব।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

টি–টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে তৈরি হওয়া অচলাবস্থা ভাঙতে এ বার সরাসরি বাংলাদেশে পা রাখতে চলেছে আইসিসির বিশেষ প্রতিনিধি দল। নিরাপত্তা ও ভেন্যু পরিবর্তন নিয়ে ঢাকার অনড় অবস্থান, ক্রিকেটারদের অসন্তোষ এবং বোর্ড–সরকার টানাপোড়েন—সব মিলিয়ে বিশ্বকাপের ভবিষ্যৎ এখন এক সুতোয় ঝুলছে। এই বৈঠকেই কার্যত ঠিক হয়ে যেতে পারে, আসন্ন বিশ্বকাপে লিটন দাসদের অংশগ্রহণ আদৌ হচ্ছে কি না।

বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা Asif Nazrul জানিয়েছেন, বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা International Cricket Council (আইসিসি) শীঘ্রই ঢাকায় এসে সরাসরি আলোচনা করবে। তাঁর স্পষ্ট বক্তব্য, “আমরা আমাদের অবস্থান থেকে একচুলও সরছি না। বাংলাদেশ চায় বিশ্বকাপের ম্যাচগুলি শ্রীলঙ্কায় হোক। ভেন্যু বদল অসম্ভব—এই যুক্তি আমরা মানছি না।”

কিছু দিন আগেই আইসিসি ও Bangladesh Cricket Board (বিসিবি)-র মধ্যে ভিডিও কনফারেন্সে আলোচনা হলেও কোনও সমাধানসূত্র মেলেনি। বরং আইসিসি পরিষ্কার জানিয়ে দেয়, ভারতে নিরাপত্তা নেই—বাংলাদেশের এই অভিযোগের কোনও ভিত্তি নেই। তা সত্ত্বেও বিশ্বকাপ সূচি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি আইসিসি।

এর মধ্যেই বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে পরিস্থিতি আরও জটিল হয়েছে। বোর্ডের বিরুদ্ধে প্রকাশ্যে অসন্তোষ ও বিদ্রোহের সুর তুলেছেন একাধিক ক্রিকেটার। ফলে প্রশাসনিক ও ক্রীড়া—দু’দিক থেকেই চাপ বেড়েছে। এই প্রেক্ষিতেই ঢাকায় এসে সরাসরি পরিস্থিতি খতিয়ে দেখতে চাইছে আইসিসি।

বিসিবি সূত্রে খবর, প্রতিনিধি দলের সফরের নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তবে আলোচনা চলছে এবং সিদ্ধান্ত নেওয়ার সময় ঘনিয়ে আসছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দাবি, নিরাপত্তার কারণ দেখিয়ে তারা আগেই দু’বার আইসিসিকে চিঠি দিয়েছে। এই দাবির সঙ্গে জড়িয়ে পড়েছে একাধিক বিতর্কও।

ক্রীড়া উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ, আইসিসির ‘ইন্টারনাল অ্যাসেসমেন্ট রিপোর্ট’-এর নামে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। দাবি করা হয়েছিল, মুস্তাফিজুর রহমান দলে থাকলে নিরাপত্তা ঝুঁকি বাড়বে—এমনকি বাংলাদেশের জার্সি পরলেও সমস্যা হতে পারে। আইসিসি সূত্রে এই তথ্যকে সম্পূর্ণ অসত্য বলে উড়িয়ে দেওয়া হয়েছে। তবু শেষ মুহূর্তে সমাধানের পথ খোলা রাখতে চায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

এখন প্রশ্ন একটাই—ঢাকার বৈঠকে কি বরফ গলবে? নাকি ভেন্যু বদলের দাবিতে অনড় থাকায় বিশ্বকাপের সূচিই বদলে যেতে পারে? উত্তর মিলবে আইসিসির ঢাকায় পা রাখার পরই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading