নজরবন্দি ব্যুরোঃ সকাল থেকে ত্রিপুরার ৬০ টি আসনে শুরু হয়েছে নির্বাচনী প্রক্রিয়া। ভোট শান্তি পূর্ণ করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। তবুও ভোটের দিনে ত্রিপুরায় তুমুল অশান্তি। একাধিক জায়গায় বিরোধীদের ওপর হামলার অভিযোগ উঠেছে শাসক দল বিজেপির বিরুদ্ধে। কোথাও কর্মীদের ওপর হামলা, আবার কোথাও বুথ এজেন্টদের ওপর মারধরের অভিযোগ উঠেছে।
আরও পড়ুনঃ Tripura: উপজাতীয় ভোটই এক্স ফ্যাক্টর, ত্রিপুরায় বাম-বিজেপি ৫০-৫০, তৃণমূল শূন্য! #Editorial
ত্রিপুরার শান্তিবাজারে বাম কর্মীদের ওপর মারধরে অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সেই বিধানসভা কেন্দ্রের কালাছড়াতে দুই সিপিএম কর্মী আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মীদের হাতে। শান্তিবাজারে সিপিআই কর্মীকে মারধরের ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে। শান্তিবাজারে অশান্তির কথা এর এগেই নির্বাচন কমিশনকে জানিয়েছিল বামেরা। এখন সেই ঘটনাই ঘটল।

অন্যদিকে, কাঁকড়াবন শালগড়া বিধানসভার ৩ নং পোলিং এজেন্ট এবং ৪ নং পোলিং এজেন্ট অমিত কুমার ভৌমিক এবং রুফিপুল ইসলামদের ওপর মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। আহত হন দুই সিপিএম কর্মী। চরিলাম বিধানসভা কেন্দ্রে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে।
পাশাপাশি গতকাল বাম কর্মী অসীম দেবনাথের বাড়িতে বোমা ছোঁড়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনা বিশালগড়ের মুড়াবাড়ি এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে পুলিশ এবং টিএসআর বাহিনী। এলাকাজুড়ে এই মুহুর্তে আতঙ্ক ছড়িয়েছে।
ভোটের দিনে ত্রিপুরায় তুমুল অশান্তি, অভিযোগ একাধিক জায়গায়

নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত প্রায় ১৩.২৩ শতাংশ ভোট পড়েছে ত্রিপুরার সব আসনে। এর আগে ওয়েবসাইটে দেখানো হচ্ছিল, সকাল ৯টা পর্যন্ত ১২.৭৬ শতাংশ ভোট পড়েছে। মোটের ওপর বিভিন্ন জায়গায় একাধিক অভিযোগ উঠলেও ভোটের হার বেশ ভালো বলেই মনে করা হচ্ছে।