নজরবন্দি ব্যুরোঃ উইমেনস প্রিমিয়র লিগের খেতাবি লড়াইয়ে, রবিবার মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স উইমেন ও দিল্লি ক্যাপিটালস উইমেন । মেগ ল্যানিংয়ের দিল্লি ও হরমনপ্রীত কউরের মুম্বইয়ের ডব্লিউপিএল ফাইনালের টেম্পো বেশ চড়েছিল ম্যাচের অনেক আগে থেকেই।
আরও পড়ুনঃ ফের ধাক্কা নাইট শিবিরে, চোটের কারণে এবার অনিশ্চিত এই তারকা পেসার
ফাইনালে মুম্বইকে তাতাতে মাঠে হাজির ছিলেন সচিন তেন্ডুলকর ও রোহিত শর্মার মতো হেভিওয়েটরা। এছাড়াও পুরো মুম্বই ইন্ডিয়ান্স (পুরুষ দল) টিমও চলে এসেছিল ব্রেবোর্ন স্টেডিয়ামে। সচিন-রোহিতদের সমর্থন সঙ্গে নিয়েই উইমেনস প্রিমিয়র লিগের প্রথম সংস্করণ জিতে নিল দুরন্ত মুম্বই ইন্ডিয়ান্স।আইপিএলের ঢঙে মহিলা ক্রিকেট টুর্নামেন্ট চালু করলে কি দর্শকরা আগ্রহী হবেন?
এমন প্রশ্নের জেরেই বারবার পিছিয়েছিল মহিলাদের ক্লাব ক্রিকেটের আয়োজন। অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি বছর বাস্তবায়িত হয় ডব্লিউপিএল । আর উদ্বোধনী মরশুমেই বাজিমাত। দুর্দান্ত ব্যাটিং ও বোলিং পারফরম্যান্সে ক্রিকেটভক্তদের মন কাড়তে সফল মহিলারা। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক মেগ ল্যানিং।

অস্ট্রেলিয়ার হয়ে দু’টি ৫০ ওভারের বিশ্বকাপ এবং পাঁচটি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক তিনি। কিন্তু তাঁর দল যে ব্যাটিং শুরু করল তাতে জয়ের আশা প্রথম ইনিংসেই কমে গিয়েছিল। ল্যানিং ছাড়া দিল্লির কোনও ব্যাটারই ক্রিজে দাঁড়াতে পারছিলেন না। ৩৫ রানের মধ্যে তিন উইকেট হারায় দিল্লি। ইসি ওয়ং একাই তিন উইকেট তুলে চাপে ফেলে দেন তাঁদের।
কিন্তু ল্যানিং লড়াই চালিয়ে যান। তিনি ২৯ বলে ৩৫ রান করেন। তিনি যখন আউট হন তখন দিল্লির স্কোর ৭৪/৫। এর পরেই দিল্লির ব্যাটিং হুড়মুড় করে ভেঙে পড়ে। হিলি ম্যাথুজ় চার ওভারে পাঁচ রান দিয়ে তিন উইকেট তুলে নেন। দিল্লির স্কোর হয়ে যায় ৭৯/৯।কিন্তু ভারতের দুই বোলার শিখা পাণ্ডে এবং রাধা যাদবের ব্যাটে ভরকরে ২০ ওভার খেলে দিল্লি। তোলে ১৩১ রান।
দিল্লিকে হারিয়ে প্রথম মেয়েদের IPL চ্যাম্পিয়ন হরমনপ্রীতের মুম্বই
এই রান ফাইনালের জন্য যথেষ্ট ছিল না। ১৩২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ২৩ রানে ২ উইকেট হারালেও হরমনপ্রীত এবং ন্যাট সিভার ব্রান্ট দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান।