নজরবন্দি ব্যুরোঃ চলতি মাসেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজে হার্দিক পান্ডিয়াকে টিম ইন্ডিয়ার অধিনায়ক করে পাঠানো হচ্ছে। হার্দিক প্রথমবার ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন।
আরও পড়ুনঃ সুনীলদের ভাগ্য ফেরাতে এবার ভারতীয় ফুটবল দলে যুক্ত করা হল ১৬ লাখের জ্যোতিষ!
ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ হওয়ার কথা এক থেকে পাঁচ জুলাই। সাত জুলাই শুরু হবে দু’দেশের টি-টোয়েন্টি সিরিজ। টেস্ট পাঁচ দিন ধরে চললে মাঝে মাত্র এক দিন। অর্থাৎ, পর্যাপ্ত বিশ্রামের সুযোগই পাবেন না রোহিত, কোহলীরা।
তাই এই পরিস্থিতিতে হার্দিকের নেতৃত্বে আয়ারল্যান্ড সফরের দলকেই ইংল্যান্ডের বিরুদ্ধেও খেলাতে চাইছে বিসিসিআই। আয়ারল্যান্ডে ২৮ জুন দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলেই ইংল্যান্ড চলে যাবেন হার্দিকরা। ফলে হার্দিক পান্ডিয়াই ইংল্যান্ড সফরে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিতে পারেন বলে খবর।
ইংল্যান্ডের বিরুদ্ধেও টি-২০ তে অধিনায়ক হতে পারেন হার্দিক
আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ দল: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার (সহ অধিনায়ক), ঈশান কিষান (উইকেটকিপার), ঋতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক (উইকেটকিপার), যুজবেন্দ্র সিং চাহাল, অক্সর প্যাটেল, রবি বিষ্ণোই, হর্ষল প্যাটেল, আভেশ খান, আর্শদীপ সিং এবং উমরান মালিক।