গরীব মানুষদের জন্য বিনামূল্যে পুজোর বাজার! আয়োজক কলকাতা বিশ্ববিদ্যালয়।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ গরীব মানুষদের জন্য বিনামূল্যে পুজোর বাজার! “আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাহি কেহ ধরনী পরে, সকলের ত্বরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের ত্বরে।” বিদ্যালয়ের স্তরে পড়া কবিতাটির মর্মস্পর্শী অর্থকে কার্যক্ষেত্রে বাস্তবায়িত করতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন। তারা করতে চলেছেন প্রান্তিক মানষদের জন্য বিনামূল্যে পুজোর বাজার।

আরও পড়ুনঃ সাংসদের বেতন কমলো ৩০ শতাংশ।

অতিমারি করোনার প্রকোপ রুখতে দেশব্যাপি দীর্ঘ লকডাউনের প্রভাবে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। বাঙালির বারো মাসে তেরো পার্বণে মেতে থাকলেও আমাদের প্রধান উৎসব শারদীয়া দুর্গোৎসব। প্রতি বছর ধনী, দরিদ্র, মধ্যবিত্ত নির্বিশেষে সমাজের প্রতিটি স্তরের মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী উৎসবের আনন্দে মাতোয়ারা হন।মাঠে কাশফুল ফুটলেই একটা পুজো পুজো গন্ধ ছড়িয়ে পড়ে চারিদিকে, আর শিশুরা তাদের মা বাবার কাছে আবদার শুরু করে দেয় নতুন পুজোর সাজের জন্য।

বর্তমান বছরে আর্থিক ভাবে পিছিয়ে থাকা বহু পরিবার দুবেলা দুমুঠো ভাতের সংস্থান করতে হিমশিম খাচ্ছে, পরিবারের ছোটদের জন্য পুজোর জামাকাপড় কেনা তাদের কাছে আকাশ কুসুম স্বপ্নের সামিল। মহামারীর সাথে লড়াইয়ে মানুষই মানুষের পাশে থেকেছে, মানুষ মানুষের জন্য আর তাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা সমাজের প্রান্তিক মানুষদের ঘরে ঘরে শিশু কিশোরদের জন্য পুজোর সাজ পৌঁছে দিতে বিনামূল্যে পুজোর বাজারের আয়োজন করেছেন। আগামী ১৭ই সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৪ টে থেকে এই বিনামূল্যে পুজোর বাজারের সূচনা হচ্ছে। ১৭ই সেপ্টেম্বর ও ১৮ ই সেপ্টেম্বর এই দুদিন ব্যাপি পুজোর বাজার চলবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজস্ট্রীট ক্যাম্পাসের মেন গেটের সামনে। উদ্যোগতারা গরীব শিশুদের বস্ত্র বিতরণের জন্য এই পুজোর বাজারের আয়োজন করেননি।

এই পুজোর বাজারে শিশু এবং টিনএজদের জন্য থাকবে জামা-কাপড়ের স্টল সেখানে থাকছে ছোট, বড়,মাঝারি বিভিন্ন সাইজের নানা ধরনের জামা কাপড়ের পসরা।প্রত্যেকের জন্য বরাদ্দ একটি করে জামাকাপড়। নিজের পছন্দ অনুসারে প্রান্তিক মানুষেরা তাদের সন্তানের জন্য একটি জামাকাপড় এই পুজোর বাজার থেকে বিনামূল্যে নিয়ে যেতে পারবেন। এই ভাবে সহায় সম্বলহীন প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটাতে ব্রতী হয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতী ছাত্র ছাত্রীরা।বিভিন্ন ব্যাচের প্রাক্তনীরা এই উদ্যোগে নিজেদের সাধ্য অনুযায়ী তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

গরীব মানুষদের জন্য বিনামূল্যে পুজোর বাজার! প্রাক্তনীদের কাছ থেকে আর্থিক অনুদানের পাশাপাশি কেউ সরাসরি জামা কিনে দিলেও তা সংগ্রহ করছেন সংগঠকরা।আগামী ২৭ শে সেপ্টেম্বর ও ২ রা অক্টোবর কলকাতা বিশ্ববিদ্যালয়ের হাজরা law কলেজ এবং বালিগন্ঞ্জ সায়েন্স কলেজ ক্যাম্পাসে এই রকম বিনামূল্যে পুজোর বাজারের আয়োজনের পরিকল্পনা আছে প্রাক্তনীদের।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে SSC

প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে SSC

রায় ঘোষণার পরদিনই দলে দলে চাকরিচ্যুতরা ভিড় জমিয়েছেন ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে। তাঁদের সাফ প্রশ্ন, “সিবিআই-এর মতো সংস্থা যদি এতদিন ধরে তদন্ত করে যোগ্য অযোগ্য বাছতে অপারগ হয় তাহলে কি করে হবে?”
আজ থেকে শুরু তাপপ্রবাহের স্পেল, উত্তরেও চড়ছে পারদ, কেমন থাকবে আবহাওয়া?

আজ থেকে শুরু তাপপ্রবাহের স্পেল, উত্তরেও চড়ছে পারদ, কেমন থাকবে আবহাওয়া?

উত্তরবঙ্গের একাধিক জেলায় পারদ চড়বে। নীচের তিন জেলায় মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ক্রমেই তাপমাত্রা বাড়বে। তবে উপরের জেলাগুলিতে যেমন- দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
নিষিদ্ধ পল্লীর বাচ্চাদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য, প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে কুমারটুলি ফুটবল কোচিং সেন্টার

নিষিদ্ধ পল্লীর বাচ্চাদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য, প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে কুমারটুলি ফুটবল কোচিং...

কুমারটুলি ফুটবল কোচিং সেন্টারের সম্পাদক রাজীব গুহ ও তাঁর বন্ধু সঞ্জয় ঘোষ রায় যিনি ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলেছেন, তাঁদের উদ্দেশ্য ভালো মানের খেলোয়ার তৈরি করে ময়দানে পাঠানো ও বাংলা তথা ভারতের প্রতিনিধিত্ব করানো।
আপাতত তিহাড় জেলেই থাকবেন কেজরীওয়াল, ৭ মে তাঁকে আদালতে হাজির করানো হবে

আপাতত তিহাড় জেলেই থাকবেন কেজরীওয়াল, ৭ মে তাঁকে আদালতে হাজির করানো হবে

তিনি এ জন্য ১০০ কোটি টাকা ঘুষও নিয়েছিলেন। সেই টাকা পঞ্জাব এবং গোয়ার বিধানসভা নির্বাচনে আপের প্রচারে খরচ করা হয়েছে। কেজরীওয়াল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, ‘রাজনৈতিক স্বার্থ’ নিয়ে বিজেপি এ সব করছে।
বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

অবশেষে বাঘের চোখে জল! হ্যাঁ, তিনি আসলে বাঘমানুষ। সন্দেশখালির বেতাজ বাদশা। যাকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হয় ইডিকে। সকলকে চমকে দিয়ে নিঃশব্দে গা-ঢাকা দিয়ে থাকতে পারেন মাসের পর মাস। সেই শাহজাহান শেখ এবার প্রিজন ভ্যানে বসে স্ত্রী তসলিমা বিবির হাত ধরে কাঁদলেন!

Lifestyle and More...