পুজোর আগে আতঙ্ক বাড়াচ্ছে Dengue, কী পদক্ষেপ কলকাতা পুরসভার? জানালেন মেয়র
Firhad Hakim on Dengue control

নজরবন্দি ব্যুরোঃ উৎসবের মরশুমে আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু। এখনও পর্যন্ত প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, কলকাতায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩৮০৩ জন। আগামী দিনে সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। সেক্ষেত্রে ডেঙ্গু দমনে কলকাতা পুরসভার কী কী পদক্ষেপ নেওয়া উচিৎ তা নিয়ে কিন্তু বিস্তর আলোচনা চলছে। এবার ডেঙ্গু নিয়ন্ত্রণ প্রসঙ্গে মুখ খুললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

আরও পড়ুনঃ শুরু হল যাদবপুরে CCTV বসানোর প্রক্রিয়া, আপাতত ১০ জায়গায় ২৬টি ক্যামেরা

হাকিম বলেছেন, ‘‘আমরা যতটা পারছি প্রস্তুতি নিচ্ছি। অন্যান্য শহরের তুলনায় কিন্তু কলকাতায় ডেঙ্গি অনেকটাই কম। সেটা যাতে আগামী দিনেও কমই থাকে, সেই জন্য আমরা চেষ্টা করছি। একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখন আর লকডাউন নেই। প্রচুর মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। আর মানুষের এই মুভমেন্টের কারণেই ডেঙ্গু ছড়িয়ে পড়ছে।’’

পুজোর আগে আতঙ্ক বাড়াচ্ছে Dengue, কী পদক্ষেপ কলকাতা পুরসভার? জানালেন মেয়র

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, ‘‘আমরা আমাদের তরফে প্রচার আরও বাড়াচ্ছি। মানুষ যাতে সচেতন হয়, সেই চেষ্টাই করে যাচ্ছি। এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজও চলছে। টেস্টিং টাইম আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। ডেঙ্গু ধরা পড়লে তৎক্ষণাৎ চিকিৎসার ব্যবস্থা করা। পরিস্থিতি খারাপের দিকে গেলে সঙ্গে সঙ্গে ব্লাড কাউন্ট চেক করার কথা বলা হয়েছে। আমরা আক্রান্তকে সব রকম ভাবে সাহায্যের চেষ্টা করছি।’’

পুজোর আগে আতঙ্ক বাড়াচ্ছে Dengue, কী পদক্ষেপ কলকাতা পুরসভার? জানালেন মেয়র

পুজোর আগে আতঙ্ক বাড়াচ্ছে Dengue, কী পদক্ষেপ কলকাতা পুরসভার? জানালেন ফিরহাদ

প্রতি বছর বর্ষাকাল আসলেই কলকাতায় আতঙ্ক সৃষ্টি করে ডেঙ্গু। এদিকে আবার সামনে পুজো। সেই সময় যদি ডেঙ্গু যদি কপালে ভাঁজ ফেলে তাহলে উৎসবের আনন্দই মাটি হয়ে পারে। ফিরহাদ হাকিম কিন্তু এই কারণে বাংলার ভৌগলিক পরিবশের কথাও স্মরণ করিয়েছেন। তাঁর বয়ানে, ‘‘পুজো তো হবেই। কিন্তু একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, আমরা যেখানে জন্মেছি, সেখান দিয়ে ক্রান্তীয় রেখা গিয়েছে। ফলে এই সময়ইটা প্যাচপেচে আবহাওয়াই থাকে বরাবর। ডেঙ্গু আর আমাশয় হয় এই সময়। আমাদেরকে তার মধ্যেই লড়াই করে যেতে হবে।’’

পুজোর আগে আতঙ্ক বাড়াচ্ছে Dengue, কী পদক্ষেপ কলকাতা পুরসভার? জানালেন মেয়র
পুজোর আগে আতঙ্ক বাড়াচ্ছে Dengue, কী পদক্ষেপ কলকাতা পুরসভার? জানালেন মেয়র