জ্যোতিপ্রিয়কে সাদা কাগজে সই করানো হয়েছিল, বিস্ফোরক মন্ত্রীর পরিচারক

নজরবন্দি ব্যুরো: রেশন দুর্নীতি মামলায় তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে তাঁর ‘ঘনিষ্ঠ’দের ডেকে পাঠানো হচ্ছে। কখনও মন্ত্রীর আপ্তসহায়ক কখনও তাঁর বাড়ির পরিচারককে। সেই পরিচারকের মুখেই এবার বিস্ফোরক দাবি শোনা গেল।

আরও পড়ুন: কালীপুজোতে চলবে বাড়তি মেট্রো, রবিবার শেষ পরিষেবা ক’টায়?

শনিবার জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ির পরিচারক রামস্বরূপ শর্মাকে সিজিও কমপ্লেক্সে ফের তলব করা হয়েছিল। তিনি কৃষি দফতরের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী বটেও। এদিন ইডি দফতর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি করেন রামস্বরূপ। কোনওদিন তাঁর ‘সাহেব’কে দিয়ে সাদা কাগজে কোনও সই কি করানো হয়েছিল? এই প্রশ্ন করা হলে তিনি বলেন, অনেকদিন আগে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম করে কয়েকজন তাঁকে সাদা কাগজে সই করিয়ে নিয়েছিলেন। ইডির তলব নিয়ে মন্ত্রীর বাড়ির পরিচারিকা বলেন, “ইডি ডেকেছিল। ওনারা যা জিজ্ঞাসাবাদ করেছেন, সব সত্যি কথাই বলেছি। প্যান কার্ড, ব্যাঙ্কের তথ্য জমা নিয়েছেন তদন্তকারী অফিসাররা।”

জ্যোতিপ্রিয়কে সাদা কাগজে সই করানো হয়েছিল, বিস্ফোরক মন্ত্রীর পরিচারক

ইডি সূত্রে খবর, জ্যোতিপ্রিয় মল্লিকের পরিচারক রামস্বরূপ শর্মার বিষয়ে একাধিক তথ্য উঠে এসেছে তদন্তকারী সংস্থার হাতে। ইডির দাবি, তিনি একটি সংস্থার ডিরেক্টর ছিলেন। তাঁর নামে একটি ফ্ল্যাট রয়েছে। এনিয়ে পরিচারক দাবি করেন, “কোম্পানির ব্যাপারে আমি কিছু জানি না। তবে আমার একটি ফ্ল্যাট আছে কেষ্টপুরে। তাঁর ‘সাহেব’ জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে লোন নিয়ে ফ্ল্যাটটি কেনেন বলেও দাবি করেছেন।

জ্যোতিপ্রিয়কে সাদা কাগজে সই করানো হয়েছিল, বিস্ফোরক মন্ত্রীর পরিচারক

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর রেশন দুর্নীতি মামলায় দীর্ঘ ২১ ঘণ্টার তল্লাশি শেষে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়। ইডির তদন্তে তাঁর বিপুল সম্পত্তির হদিশ পাওয়া যায়। কয়েকদিন আগেই মন্ত্রিসভার বৈঠকে ‘বালু’কে মন্ত্রী রেখেই প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদাকে বনদফতর সামলানোর দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

জ্যোতিপ্রিয়কে সাদা কাগজে সই করানো হয়েছিল, বিস্ফোরক মন্ত্রীর পরিচারক

জ্যোতিপ্রিয়কে সাদা কাগজে সই করানো হয়েছিল, বিস্ফোরক মন্ত্রীর পরিচারক
জ্যোতিপ্রিয়কে সাদা কাগজে সই করানো হয়েছিল, বিস্ফোরক মন্ত্রীর পরিচারক