Anubrata Mandal: প্রয়াত স্ত্রী ও মেয়ের নামে বিপুল সম্পত্তি, কেষ্টর ১১ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ED-র

প্রয়াত স্ত্রী ও মেয়ের নামে বিপুল সম্পত্তি, কেষ্টর ১১ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ED-র

নজরবন্দি ব্যুরো: বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। ফ্রিজ করা হল একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট। গরু পাচার মামলায় বর্তমানে দিল্লির তিহার জেলে বন্দি রয়েছেন অনুব্রত। শারীরিক অসুস্থতার কারণ দেখালেও তৃণমূল নেতার জামিনের আবেদন খারিজ করেছে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে। নামে-বেনামে অনুব্রতর বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন:অসুস্থতার যুক্তি দেখিয়েও মিলছে না তিহাড় মুক্তি, দিল্লির আদালতে খারিজ কেষ্টর আর্জি

ইডি সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পরই কয়েক কোটি টাকার বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছিল। বোলপুরের বিভিন্ন মৌজায় বিপুল পরিমাণ জমি, শিব শম্ভু ও ভোলে ব্যোম রাইস মিল সহ আরও অনেক। প্রয়াত স্ত্রী ও মেয়ের নামেও প্রচুর সম্পত্তি কিনেছিলেন অনুব্রত। বুধবার বীরভূমের দাপুটে নেতার ১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। এছাড়া ২৫ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ইডি। এএনএম অ্যাগ্রোকেম নামের একটি সংস্থার কথা আগেই জানা গিয়েছিল। যার ডিরেক্টর পদে ছিলেন অনুব্রত মণ্ডলের প্রয়াত স্ত্রী এবং মেয়ে সুকন্যা মণ্ডল। সেই সংস্থার অ্যাকাউন্টও ফ্রিজ করেছে ইডি।

প্রয়াত স্ত্রী ও মেয়ের নামে বিপুল সম্পত্তি, ২৫ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল ইডি

বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে অনুব্রত মণ্ডলের জামিনের মামলার শুনানি খারিজ হয়ে যায়। আগামী ১০ জুলাই পরবর্তী শুনানি। সুকন্যা মণ্ডলের জামিনের শুনানি আগামী ৯ আগস্ট। সূত্রে খবর, আদালতে অনুব্রত মণ্ডল আবেদন জানিয়েছিলেন কর্মীরা যাতে ঠিকঠাক বেতন পায় তার জন্য ভোলে ব্যোম রাইস মিলের একটি অ্যাকাউন্ট যেন ব্যবহার করতে দেওয়া হয়।

প্রয়াত স্ত্রী ও মেয়ের নামে বিপুল সম্পত্তি, ২৫ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল ইডি
প্রয়াত স্ত্রী ও মেয়ের নামে বিপুল সম্পত্তি, ২৫ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল ইডি

অনুব্রত মণ্ডলের পর তাঁর দেহরক্ষী সায়গল হোসেন এবং হিসেবরক্ষক মণীশ কোঠারিকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে খবর, মণীশ কোঠারিকে জিজ্ঞাসাবাদ করেই বীরভূমের দাপুটে নেতার সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে। ভবিষ্যতে যাতে সকল সম্পত্তির বাজেয়াপ্ত করা যায় সেইদিকেই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে তদন্তকারী আধিকারিকরা।

প্রয়াত স্ত্রী ও মেয়ের নামে বিপুল সম্পত্তি, ২৫ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল ইডি

প্রয়াত স্ত্রী ও মেয়ের নামে বিপুল সম্পত্তি, ২৫ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল ইডি
প্রয়াত স্ত্রী ও মেয়ের নামে বিপুল সম্পত্তি, ২৫ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল ইডি