নজরবন্দি ব্যুরোঃ বছরের প্রথম কালবৈশাখী ঝড়ে যেমন মানুষ স্বস্তি পেয়েছে তেমনই ক্ষতিগ্রস্ত ও হয়েছে বহু জায়গা। কালবৈশাখীর তাণ্ডবে রামনগর, তমলুক সহ বহু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। দিঘাতে ঘুরতে এসে বহু পর্যটক সংকটের মুখে পরেছে।
আরও পড়ুনঃ ওএমআর শিট ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানোর দাবি, এসএসসির প্রতি অনাস্থা মন্ত্রীর
বহু এলাকায় বড় বড় গাছ ভেঙে পরেছে , ফলে রাস্তা আটকে গেছে। বৈদতিক খুঁটি পরে রাস্তায় ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। দিঘা সহ মেদিনীপুরের বহু এলাকায় উপকুলবর্তী গাছ গুলি ভেঙে পরেছে। ফলে বহু পর্যটক বাড়ি ফিরতে পারছেনা। উপকুল সংলগ্ন হোটেলগুলিতে জল ঢুকে গেছে ফলে সমস্যার মুখে পরছে পর্যটকরা।
এগরা, কামারডিহা, কুদি, অলংগিরি, রামনগরের মৈতনা সহ বহু এলাকা শিলা বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। অকাল কালবৈশাখীতে বহু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। শিলা বৃষ্টির ফলে নষ্ট হয়েছে বহু জমি, ফসল। বহু মৎস্য জমিও নষ্ট হয়েছে অকাল কালবৈশাখীতে। আরও বেশ কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
প্রথম কালবৈশাখীতে লন্ডভন্ড দিঘা, দুশ্চিন্তায় পর্যটকরা

এছাড়াও বীরভূম, বাঁকুড়া বহু জেলাতে গাছ পালা ভেঙেছে, বাড়ি ঘরের চাল উড়ে গেছে, তবে অনেক চাষি রা আবার স্বস্তির নিশ্বাস ফেলছে। কারণ প্রায় ছ মাস পর বৃষ্টি এল, সবে আমের মুকুল ধরেছে, ধানে সীস এখনও আসেনি ফলে ভালো ফলন হবে বলে তারা আসা করছে।