Dhoni Cinema: দক্ষিণী সিনেমায় ‘নায়ক’ ধোনি, বিপরীতে নায়িকা কে? পর্দায় এবার ‘মাহি-ম্যাজিক’

দক্ষিণী সিনেমায় 'নায়ক' ধোনি, বিপরীতে নায়িকা কে? পর্দায় এবার 'মাহি-ম্যাজিক'
দক্ষিণী সিনেমায় 'নায়ক' ধোনি, বিপরীতে নায়িকা কে? পর্দায় এবার 'মাহি-ম্যাজিক'

নজরবন্দি ব্যুরোঃ একটা সিনেমা হিট, সব মামলা ফিট, এটি এম এস ধোনির (Dhoni Cinema) ক্ষেত্রে দারুণভাবে প্রযোজ্য। কারণ ‘এম এস ধোনি,  দ্য আনটোল্ড স্টোরি’তে তিনি হয়তো পর্দায় অভিনয় করেননি, কিন্তু তাঁর নামের ক্যারিশমায় বক্স অফিসে তুফান উঠেছিল। ধোনির নাম ভূমিকায় প্রয়াত সুশান্ত সিং রাজপুত দারুণ অভিনয় করে সকলের নজর কাড়েন।

আরও পড়ুনঃ আইপিএল শেষ হলেই ম্যাকালাম হবেন নাইটদের প্রাক্তন কোচ

ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে ২০১৬ সালে বায়োপিক বানানো হয়। যার নাম ছিল ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। ওই বছর সেই বায়োপিক বক্স অফিসে বিপুল সাফল্যও এনেছিল। আর সে জন্যেই তারপর নিজেই একটা সিনেমা প্রোডাকশন হাউস খুলে ফেলেছেন মাহি। যাঁর দায়িত্বে রয়েছেন স্ত্রী সাক্ষি সিং ধোনি।

দক্ষিণী সিনেমায় 'নায়ক' ধোনি, বিপরীতে নায়িকা কে? পর্দায় এবার 'মাহি-ম্যাজিক'
দক্ষিণী সিনেমায় ‘নায়ক’ ধোনি, বিপরীতে নায়িকা কে? পর্দায় এবার ‘মাহি-ম্যাজিক’

এবার সরাসরি কলিউড ফিল্ম জগতে পা রাখতে চলেছেন কিংবদন্তি তারকা। জুন-জুলাই মাসেই সিনেমার কাজ শুরু হয়ে যাবে। ধোনির বিপরীতে অভিনয় করবেন নামী দক্ষিণী নায়িকা নয়নতারা। যিনি শাহরুখ খানের বিপরীতেও কাজ করেছেন। কেরলিয়ান সিনেমা গডফাদার-এ কাজ করে বিখ্যাত হয়েছেন এই সুন্দরী নায়িকা।

ভারতের একটি ইংরেজি দৈনিক বুধবার (১১ মে) খবর দেয়, ‘অথর্ব’ নামের এক তামিল ওয়েব সিরিজে দেখা যাবে বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনিকে। রমেশ তামিলমানি রচিত ওই ওয়েব সিরিজও প্রযোজনা করবে ধোনি এন্টারটেনমেন্ট। ছবিতে মুখ্য নারী চরিত্রে অভিনেত্রী হিসেবে ধোনি সই করিয়েছেন নয়নতারাকে। দক্ষিণী অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম। আইপিএল শেষ হলেই সিনেমার ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন ধোনি।

নয়নতারার বিপরীতে নায়কের ভূমিকায় থাকবেন ধোনি। শুটিংয়ের কাজ দ্রুত শুরু হবে। ধোনি দেশের হয়ে আর না খেললেও আইপিএলে খেলবেন, সেটি জানিয়ে দিয়েছেন। পাশাপাশি এও শোনা যাচ্ছে, ধোনি এন্টারটেইনমেন্ট এই সিনেমার প্রযোজনাও করতে পারে।

দক্ষিণী সিনেমায় ‘নায়ক’ ধোনি, বিপরীতে নায়িকা কে? পর্দায় এবার ‘মাহি-ম্যাজিক’

দক্ষিণী সিনেমায় 'নায়ক' ধোনি, বিপরীতে নায়িকা কে? পর্দায় এবার 'মাহি-ম্যাজিক'
দক্ষিণী সিনেমায় ‘নায়ক’ ধোনি, বিপরীতে নায়িকা কে? পর্দায় এবার ‘মাহি-ম্যাজিক’

ধোনির সিনেমা প্রেম নতুন নয়। তাঁর সঙ্গে চিত্রতারকাদের ভালই সম্পর্ক। শুধু তাই নয়, ক্রিকেটের একটি অনুষ্ঠানে তিনি কিং খানের সঙ্গে মঞ্চ ভাগ করে নিয়েছিলেন। সেই অনুষ্ঠানে কোমরও দোলান প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক। মানে, সিনেমায় একদিকে যেমন বস, অন্যদিকে হিরো, সব মিলিয়ে ধোনি ম্যাজিকের অপেক্ষায় মাহি প্রেমীরা।