বলিউড–কলিউডে গুঞ্জনের পারদ চড়ছে। প্রেমের মাস ফেব্রুয়ারিতে একের পর এক তারকা-বিয়ের খবরে যখন ইন্ডাস্ট্রি মুখর, ঠিক তখনই নতুন আলোচনার কেন্দ্রে Dhanush। শোনা যাচ্ছে, তাঁর প্রিয় নারী Mrunal Thakur—আর সেই সম্পর্ক নাকি এবার বিয়ের দিকে এগোচ্ছে। সত্যিই কি দ্বিতীয় বার সাতপাকে বাঁধতে চলেছেন রজনীকান্তের প্রাক্তন জামাই?
এখনও পর্যন্ত দুই পক্ষের কেউই এই জল্পনায় সিলমোহর দেননি। তবে ইন্ডাস্ট্রির অন্দরের খবর, ফেব্রুয়ারির শেষদিকে রাজস্থানের Udaipur-এ নাকি বসতে পারে বিয়ের আসর। ঠিক যেমনটা শোনা যাচ্ছে Vijay Deverakonda–Rashmika Mandanna কিংবা Shraddha Kapoor–Rahul Modi-এর ক্ষেত্রেও। সেখানেও যেমন মুখে কুলুপ, এখানেও তেমনই নীরবতা।

ধনুষ–মৃণালের সম্পর্ক নিয়ে ফিসফাস নতুন নয়। বয়সের ফারাক থাকলেও নাকি দু’জনেই একে অপরকে চোখে হারান—এমনটাই দাবি ঘনিষ্ঠ মহলের। তবে প্রেমের বয়স খুব বেশি নয় বলেই প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না তাঁরা। ইন্ডাস্ট্রির কানাঘুষো, বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হলেই নাকি সব জানাবেন।
এই গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে সমাজমাধ্যমের ইঙ্গিত। শোনা যাচ্ছে, মৃণাল ধনুষের দুই বোনকে অনুসরণ করেন, আর তাঁরাও পাল্টা অনুসরণ করেন মৃণালকে। ধনুষ ও তাঁর পরিবারের সঙ্গে বিনোদনদুনিয়ার হাতে-গোনা কয়েকজনেরই এমন ঘনিষ্ঠ অনলাইন যোগাযোগ রয়েছে—সেই তালিকায় মৃণালের নাম থাকায় জল্পনা আরও জোরালো হয়েছে।
সব মিলিয়ে, আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সবই গুঞ্জন। তবে প্রেমের মাসে যদি সত্যিই চারহাত এক হয়, তা হলে ফেব্রুয়ারি আরও এক তারকা-বিয়ের সাক্ষী হতে চলেছে—এই অপেক্ষাতেই অনুরাগীরা।








