নজরবন্দি ব্যুরোঃ একটা সময় কমার্শিয়্যাল বাংলা ছবির মুখ ছিলেন দেব। বক্স অফিসে এখনও রাজত্ব করছেন এই টলি হার্টথ্রব, তবে সময়ের সঙ্গে সঙ্গে অভিনেতা হিসাবে নিজেকে ভেঙেছেন দেব। প্রযোজনায় হাত পাকানোর পর থেকে অভিনেতা হিসাবে অনেকটা পরিণত।
আরও পড়ুনঃ দেবের প্রজাপতিতে এনামুলের টাকা! বিপদে পড়তে পাড়েন মিঠুনও, বিস্ফোরক হিরণ
একের পর এক সাহসী পদক্ষেপ নিয়েছেন তিনি। ফের একবার দেবের চমক।শনিবার অভিনেতা হিসাবে ইন্ডাস্ট্রিতে ১৭ হছর পূর্ণ করলেন দেব। আর এদিন সোশ্যাল মিডিয়া পোস্টে টলি নায়ক ঘোষণা করলেন এবার ব্য়োমকেশের কাহিনি বড় পর্দায় তুলে ধরবেন তিনি। ছবির নাম ঘোষণা করে ফেলেছেন দেব,

‘ব্যোমকেশ দূর্গ রহস্য’।শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এই গোয়েন্দার চরিত্রে এতদিন আবীর চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত এবং অনির্বাণ ভট্টাচার্য ঘুরেফিরে দেখা গিয়াছে। সেই ভূমিকায় এবার দেখা যাবে দেবকে! দেব প্রাইভেট লিমিটেড এবং শ্যাডো ফিল্মসের যৌথ প্রযোজনায় আসছে ছবিটি।
নতুন গোয়েন্দা হচ্ছেন দেব! ঘোষণা নায়কের
প্রজাপতি ছবিতে তাঁর পাশের বাড়ির ছেলের ইমেজই এখনও ভুলতে পারেননি দর্শক। পুজোয় মুক্তি পাবে ‘বাঘাযতীন’। ছবিতে বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় অর্থাৎ মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তিনি। আর এবার তাঁর ঘোষণা গোয়েন্দা গল্প। তাহলে আরও এক নতুন গোয়েন্দাকে পেতে চলেছে বাংলার দর্শক।