নজরবন্দি ব্যুরোঃ চাঞ্চল্যকর অভিযোগ তুলে দিলেন অভিনেতা ও খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের। বিজেপি বিধায়কের নিশানায় চলে এলেন দেব ও মিঠুন চক্রবর্তী। কী অভিযোগ হিরণের? বিজেপি বিধায়কের দাবি দেবের ছবিতে খেটেছে গোরু পাচারকাণ্ডে ধৃত এনামুল হকের টাকা।
আরও পড়ুনঃ বিস্ফোরক তথ্য ED-র হাতে, পার্থর সাথে কথা বলেই পরীক্ষার আগেই প্রশ্নপত্র পেতেন কুন্তল

এনমুলের কাছ থেকে টাকা নিয়েছেন তৃণমূল সাংসদ দেব। দেবের সঙ্গে মিঠুন চক্রবর্তী ‘প্রজাপতি’ সিনেমাটি করায় মহাগুরুকে নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করলেন তিনি। বললেন, “মিঠুনদাকে না বিপদে পড়তে হয়।”শনিবার সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।
সেখানেই দুর্নীতি প্রসঙ্গে তৃণমূল নেতাদের নজিরবিহীনভাবে কটাক্ষ করেন। সরাসরি নিশানা করেন তারকা সাংসদ দেবকে। গরুপাচার মামলায় একটা সময়ে উঠে এসেছিল দেব তথা দীপক অধিকারীর নাম। অভিযোগ উঠেছিল, দেবের প্রযোজনা সংস্থায় এনামুলের টাকা রয়েছে।
জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল তারকা সাংসদকে। এদিন হিরণ বললেন, “এনামুলের থেকে টাকা নিয়েছেন দেব। যদি দোষী সাব্যস্ত হন সেক্ষেত্রে জেলে যেতে হতে পারে।” উল্লেখ্য, প্রজাপতি নিয়ে বিতর্ক থামছেই না। প্রথম হল পাওয়া নিয়ে বিতর্ক তার পর এবার অভিযোগ খোদ দেবের বিরুদ্ধে।
দেবের প্রজাপতিতে এনামুলের টাকা! বিপদে পড়তে পাড়েন মিঠুনও, বিস্ফোরক হিরণ
প্রজাপতি অত্যন্ত ভালোভাবেই চলছে। যথেষ্ট জনপ্রিয় হয়েছে দেব-মিঠুনের ছবিটি। হিরণ সরাসরি অভিযোগ তুললেন প্রজাপতি ছবিতে খেটেছে গোরু পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত এনামুল হকের টাকা।