গাড়ি থেকে নামিয়ে দেন কল্যাণ, এবার সেই কাঞ্চনকে ঘাটালে প্রচার-আমন্ত্রণ দেবের!

Kanchan Mullick: গত বৃহস্পতিবার শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রচারে গিয়ে কার্যত সম্মানহানি হয় উত্তরপাড়ার তৃণমূলের তারকা বিধায়ক কাঞ্চন মল্লিকের। তাঁকে প্রচারের মাঝেই হুড খোলা গাড়ি থেকে নামিয়ে দেন কল্যাণ। বলেন, গ্রামের মহিলারা কাঞ্চনকে দেখে 'রিঅ্যাক্ট' করছেন!

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

গত বৃহস্পতিবার শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রচারে গিয়ে কার্যত সম্মানহানি হয় উত্তরপাড়ার তৃণমূলের তারকা বিধায়ক কাঞ্চন মল্লিকের। তাঁকে প্রচারের মাঝেই হুড খোলা গাড়ি থেকে নামিয়ে দেন কল্যাণ। বলেন, গ্রামের মহিলারা কাঞ্চনকে দেখে ‘রিঅ্যাক্ট’ করছেন!

আরও পড়ুন: ভোট আবহে খাস কলকাতায় আক্রান্ত বিজেপি নেত্রী, প্রতিদ্বন্দ্বী মালা রায়ের বিরুদ্ধে সরব দেবশ্রী চৌধুরী

কারণটা তিনি না বললেও অনুমান, বয়সে অনেক ছোট শ্রীময়ী চট্টোপাধ্যায়কে সম্প্রতি দ্বিতীয়বার বিয়ে করেছেন কাঞ্চন। সামাজিক মাধ্যমেও যা নিয়ে কিছুটা নেতিবাচক আলোচনা চলে। সেই কারণেই কাঞ্চনকে কল্যাণ প্রচারে ‘বাধা’ দেন বলে ধারণা। আর এই ঘটনায় মুখে সেভাবে কিছু না বললেও কিছুটা ভেঙে পড়েছেন কাঞ্চন তা বলাই বাহুল্য।

গাড়ি থেকে নামিয়ে দেন কল্যাণ, এবার সেই কাঞ্চনকে ঘাটালে প্রচার-আমন্ত্রণ দেবের!
গাড়ি থেকে নামিয়ে দেন কল্যাণ, এবার সেই কাঞ্চনকে ঘাটালে প্রচার-আমন্ত্রণ দেবের!

যদিও প্রথম সারির এক সংবাদমাধ্যমকে কাঞ্চন জানান, “উনি (পড়ুন, কল্যাণ) বলছেন রিঅ্যাক্ট করছেন। কিন্তু আমি যখন প্রচারে গেছি, আমি দেখিনি। আমাকে কেউ সাধুবাদও দেয়নি, বিক্ষোভও দেখায়নি। আমি জানি না ওঁকে আলাদা করে কেউ কিছু বলেছে কিনা।”

গাড়ি থেকে নামিয়ে দেন কল্যাণ, এবার সেই কাঞ্চনকে ঘাটালে প্রচার-আমন্ত্রণ দেবের!

সেদিন গাড়িতে কল্যাণকে বলতে শোনা যায়, “আমাকে তো ভোটটা করতে হবে ভাই। তোমাকে আগেও বলেছি, গ্রামের দিকে প্রচারে এসো না। গ্রামের মহিলারা ভীষণ রিঅ্যাক্ট করছেন। এসো না প্লিজ।”

গাড়ি থেকে নামিয়ে দেন কল্যাণ, এবার সেই কাঞ্চনকে ঘাটালে প্রচার-আমন্ত্রণ দেবের!

গাড়ি থেকে নামিয়ে দেন কল্যাণ, এবার সেই কাঞ্চনকে ঘাটালে প্রচার-আমন্ত্রণ দেবের!

এবার সেই ‘ব্রাত্য’ কাঞ্চন মল্লিককে প্রচারে আমন্ত্রণ জানালেন ঘাটালের বিদায়ী সাংসদ দেব। যিনি ইন্ডাস্ট্রিতে কাঞ্চনের সহকর্মীও বটে। দেব বলেন, “আমি কাঞ্চনদাকে ঘাটালে আমন্ত্রণ জানিয়েছি। আমার মনে হয় উনি এলে তৃণমূলের ভোট বাড়বে। কল্যাণদা যেটা করেছেন সেটা তাঁর ব্যাপার। আশা করছি, ৩০ তারিখ কাঞ্চনদাকে ঘাটালে প্রচারে পাব।”

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
রোহিতদের পরবর্তী কোচ কী স্টিফেন ফ্লেমিং? জল্পনা তুঙ্গে

রোহিতদের পরবর্তী কোচ কী স্টিফেন ফ্লেমিং? জল্পনা তুঙ্গে

ফ্লেমিংয়ের সব পরিস্থিতি সামাল দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। CSK-এ তার চিত্তাকর্ষক ট্র্যাক রেকর্ডও তার পক্ষে কাজ করতে পারে। যদিও CSK-এর সিইও কাশী বিশ্বনাথন ফ্লেমিংয়ের কোচ হওয়ার খবর নাকচ করে দিয়েছেন। চেন্নাই সুপার কিংসের সিইও বলেন, এখনও পর্যন্ত এমন কিছু শুনিনি। স্টিফেন ফ্লেমিংও এই বিষয়ে CSK-এর সঙ্গে কোনও আলোচনা করেননি।
বাংলায় নেই, জাতীয় স্তরে ইন্ডিয়া জোটেই আছি, ফের অবস্থান স্পষ্ট করলেন মমতা

বাংলায় নেই, জাতীয় স্তরে ইন্ডিয়া জোটেই আছি, ফের অবস্থান স্পষ্ট করলেন মমতা

আর মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যের সমালোচনা করেছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী এবং কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ। সুজনের কথায়, "মমতা এখন বুঝতে পারছেন বিজেপি হারছে। তাই সুর বদলে এদিকে আসতে চাইছেন। আসলে বিজেপির সঙ্গেই আছেন।" সৌম্যর কথায়, "এটাকে বলে সুবিধাবাদী রাজনীতি। হাওয়া বুঝে নিজের মত বদলে ফেলা।"
নন্দীগ্রামে ভোট লুঠের অভিযোগ, নাম না করে শুভেন্দুকে বদলার হুঁশিয়ারি মমতার

নন্দীগ্রামে ভোট লুঠের অভিযোগ, নাম না করে শুভেন্দুকে বদলার হুঁশিয়ারি মমতার

এই কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম বিধানসভায় একুশ সালে হেরে যান খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। জেতেন শুভেন্দু অধিকারী। সেই হারের 'ক্ষত' এখনও যে পুরোপুরি সারেনি তা স্পষ্ট হল তৃণমূল সুপ্রিমোর কথায়।
শহরে ফের আয়কর হানা, উদ্ধার বিপুল নগদ

শহরে ফের আয়কর হানা, উদ্ধার বিপুল নগদ

বড় টাকার লেনদেনের উপর নজর রেখেছে নির্বাচন কমিশনও। একাধিক নেতার গাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। পঞ্চম দফার ভোটের আগে বিপুল নগদ উদ্ধারে চাঞ্চল্য় ছড়িয়েছে।
ISF ছোট দল তাই CPIM সংসদে চায়নি, ক্ষোভ নওশাদের, 'গুজব রটাচ্ছেন' পাল্টা সেলিম

ISF ছোট দল তাই CPIM সংসদে চায়নি, ক্ষোভ নওশাদের, ‘গুজব রটাচ্ছেন’ পাল্টা সেলিম

ঘেঁটে গেল জোট! কংগ্রেস ও বামফ্রন্ট ঐক্যবদ্ধভাবে লোকসভা নির্বাচনে লড়লেও আইএসএফ-এর সঙ্গে 'চুক্তি' সম্ভব হয়নি। বেশিরভাগ কেন্দ্রেই এককভাবে লড়াই করবে আইএসএফ। আর জোট বাস্তবায়িত না হওয়ার পরেই কিন্তু সিপিআইএম-এর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী।

Lifestyle and More...