নজরবন্দি ব্যুরো: রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠছে। মশাবাহিত এই রোগে আক্রান্তের সংখ্যা দিনে দিনে বাড়ছে। প্রশাসন বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছেন, যদিও সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। এরইমধ্যেই এক সুখবর এল। দেশে শীঘ্রই ডেঙ্গু ভ্যাকসিন আসছে। আতঙ্ক মোকাবিলায় বড় উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রকের।
আরও পড়ুন: রাজ্যে থাবা বসাচ্ছে ডেঙ্গু, পুজোয় কলকাতা পুরসভার স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
জানা গিয়েছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) এবং বায়ো টেক লিমিটেডের যৌথ উদ্যোগে ডেঙ্গুর ভ্যাকসিন এদেশে আসছে। ভারতে ২০ টি কেন্দ্রে ডেঙ্গু টিকার ক্লিনিকাল ট্রায়াল হবে। পশ্চিমবঙ্গে ক্লিনিক্যাল ট্রায়াল হবে বেলেঘাটা নাইসেডে। ১০ হাজারেরও বেশি মানুষকে পরীক্ষামূলকভাবে ডেঙ্গুর টিকা দেওয়া হবে। বিশেষজ্ঞদের মতে, গত ৫০ বছরে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ডেঙ্গু সংক্রমণ ভ্যাবহ রূপ ধারণ করেছে। ডেঙ্গু থেকে জটিল রোগও ধরা পড়ছে। মশাবাহিত এই রোগ রুখতে বিশ্বজুড়েই গবেষণা চলছে। যত দ্রুত সম্ভব ডেঙ্গুর ভ্যাকসিন আনার চেষ্টা করা হচ্ছে। আগামী নভেম্বর থেকেই ট্রায়াল শুরু হবে বলে খবর।
প্যানাসিয়া বায়ো টেক লিমিটেড আগেই ডেঙ্গুর ভ্যাকসিন তৈরির কাজ করেছিল। প্রথম ও দ্বিতীয় দফায় ক্লিনিক্যাল ট্রায়াল আগেই শেষ হয়ে গিয়েছিল। চলতি বছরের এপ্রিলের মধ্যেই তৃতীয় দফায় ট্রায়াল শুরু হওয়ার কথা ছিল। তৃতীয় পর্যায়ের ট্রায়াল সফলভাবে শেষ হওয়ার পরই ডেঙ্গু ভ্যাকসিন দেশে আসার কথা ছিল। কিন্তু কোনও কারণবশত ট্রায়াল পিছিয়ে যায়। ভ্যাকসিনে কিছু পরিবর্তন আনতে হয়।
উল্লেখ্য, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা। বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজোর বাকি আর কয়েকদিন।। পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আগামী দুই মাস অর্থাৎ অক্টোবর ও নভেম্বর জুড়ে বজায় থাকবে পুজোর মরশুম। আর এই দুটি মাসের জন্যই স্বাস্থ্যদফতরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি শহরের সব পুজো কমিটিগুলিকে নোটিস পাঠানো হয়েছে।
ডেঙ্গু দমনে ভ্যাকসিন আসছে ভারতে, দেশজুড়ে ২০ কেন্দ্রে শীঘ্রই শুরু হবে ট্রায়াল
