নজরবন্দি ব্যুরো: মহিলা কুস্তিগিরদের হেনস্থার অভিযোগ ওঠে ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে। এই ঘটনায় গোটা দেশে তোলপাড় সৃষ্টি হয়। যৌন হেনস্থার অভিযোগ এনে পথে নেমে আসে কুস্তিগিররা। সেই তদন্তেই এবার চাঞ্চল্যকর তথ্য পেশ করল দিল্লি পুলিশ। মহিলাদের হেনস্থা করার কোনও সুযোগই ছাড়তেন না ব্রিজভূষণ।
আরও পড়ুন: চাঁদে ভোর হয়েছে তিন দিন হল, এখনও ঘুম ভাঙেনি বিক্রম-প্রজ্ঞানের, তবুও আশাবাদী ISRO!
বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিং ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি। তাঁর বিরুদ্ধে মহিলাদের যৌন হেনস্থার একাধিক অভিযোগ রয়েছে। বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার নামে অনেক মহিলাকে যৌন নিগ্রহ করেছেন, এক অপ্রাপ্তবয়স্ক কুস্তিগিরের ছবি তোলার নাম করে তাঁর শরীর ছুঁয়েছেন ব্রিজভূষণ। তাঁর কাঁধে-বুকে ইচ্ছাকৃত ভাবে হাত দেন। এমনকি শারীরিক সম্পর্কের ইচ্ছে না থাকায় তাঁকে বারবার উত্যক্ত করেছেন, নিশ্বাস-প্রশ্বাস দেখার নাম করে মহিলা কুস্তিগিরদের শরীরের বিভিন্ন অঙ্গে হাত দেন, এমনই নানা অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এরপরও দিল্লি পুলিশ অভিযোগ দায়ের করে তদন্ত করতে চায়নি।
চলতি বছরের শুরু থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। প্রতিবাদে আন্দোলনে যোগ দেন প্রথম সারির কুস্তিগিররা। গত ২৩ এপ্রিল থেকে যন্তর মন্তরে ধর্না চালাচ্ছিলেন বজরং, সাক্ষী মালিক, বিনেশরা। গত ২৮ মে দিল্লির পুলিশের হস্তক্ষেপে ধর্না সরে যায়। ব্রিজভূষণের উপযুক্ত শাস্তির দাবিতে আন্দোলন শুরু করলেও সাক্ষী, বজরংদের আটক করে পুলিশ। এরপরই বিজেপি সাংসদের বিরুদ্ধে দুটি এফআইার করে মোট ১০ টি যৌন হেনস্থার ঘটনা উল্লেখ করা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশে ব্রিজভূষণের বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশ। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের আশ্বাসে ধর্না তুলে নেন কুস্তিগিররা।
যৌন হেনস্থার তদন্তে আদালতে চার্জশিট জমা দেয় দিল্লি পুলিশ। সেখানে উল্লেখ করা হয়েছে, ‘ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ গঠনে যথেষ্ট প্রমাণ রয়েছে। মহিলা কুস্তিগিরদের সঙ্গে অশালীন আচরণ করেছেন তিনি। যখনই সুযোগ পেতেন, তিনি মহিলা কুস্তিগীরদের সঙ্গে অশালীন আচরণের চেষ্টা করতেন। ব্রিজভূষণ জানতেন তিনি কী করছেন।
মহিলাদের হেনস্থার কোনও সুযোগই ছাড়তেন না ব্রিজভূষণ, পুলিশের রিপোর্টে অস্বস্তি বাড়ল BJP সাংসদের

‘