নজরবন্দি ব্যুরো: আইপিএলের ষোড়শ সংস্করণ শেষ হচ্ছে রবিবার। তারপর ঠাসা ক্রীড়াসূচি রয়েছে ভারতের। এশিয়া কাপের দিনক্ষণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আইপিএল ফাইনালের পরেই। আইপিএল ফাইনাল দেখতে আমেদাবাদে আসছেন শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতিরা।
আরও পড়ুন: ট্রোলিংয়ের শিকার শুভমন, বোনকে হুমকি! কড়া পদক্ষেপ দিল্লি মহিলা কমিশনের
তাঁদের সঙ্গে এশিয়া কাপ নিয়ে কথা বলবেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ। আর সেই সময়েই এশিয়া কাপ আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত, নিরাপত্তার কারণে পাকিস্তানে গিয়ে খেলতে রাজি হয়নি ভারতীয় দল।
তার পরিবর্তে অন্য কোনও দেশে এশিয়া কাপ হোক, এমনটাই জানিয়েছিলেন জয় শাহ। এ দিন জয় শাহ বলেন, “এশিয়া কাপ কোথায় আয়োজন করা হবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত আইপিএল এর পরেই, জানিয়ে দিলেন জয় শাহ
আপাতত আইপিএল নিয়েই সকলে ব্যস্ত রয়েছি। তবে আইপিএল ফাইনাল দেখতে আসবেন শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা। তারপরেই আলোচনায় বসব সকলে। ওই বৈঠকেই এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হবে।”