নজরবন্দি ব্যুরোঃ মুদ্রাস্ফীতির কারণে নাভিশ্বাস আম জনতার। এরই মধ্যে সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর। খুব শীঘ্রই সপ্তম পে কমিনশের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়াতে চলেছে কেন্দ্র সরকার। সূত্রের খবর, ৫ শতাংশ পর্যন্ত ডিএ বৃদ্ধি করা হতে পারে ৷ আগামী জুলাই মাসেই বাড়তে পারে ডিএ।

আরও পড়ুনঃ Durja Puja 22: বুর্জ খালিফার পর এবছর শ্রীভূমির পুজোর থিম কি? ফাঁস হল সবকিছু

এর আগে ৩৪ শতাংশ করে বেসিক স্যালারি ডিএ ছিল। ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে সে ক্ষেত্রে ডিএ বেড়ে ৩৯ শতাংশ হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৷ এক্ষেত্রে ডিয়ারনেস অ্যালায়েন্স পাবেন কর্মীরা। ডিয়ারনেস রিলিফ পাবেন অবসরপ্রাপ্ত কর্মীরা।

সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর, বাড়ছে ডিএ 
সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর, বাড়ছে ডিএ 

ডিএ হার সাধারণত ‘অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স’-এর বদলের ওপর নির্ভর করে।  বর্তমানে এআইসিপিআই বেড়ে থাকায় সরকারী কর্মীদের মহার্ঘ ভাতা বাড়তে চলেছে। এই মুহূর্তে যেমন ‘এআইসিপিআই’-এর হার উঁচুতে বাঁধা, তাই সরকারি কর্মীদেরও বর্ধিত ডিএ-তে পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর, বাড়ছে ডিএ 

সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর, বাড়ছে ডিএ 
সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর, বাড়ছে ডিএ 

যদি বেসিক পে ১৮০০০ টাকা হয়, তাহলে সে ক্ষেত্রে বর্তমানে ৩৪ শতাংশ হারে তিনি ৬১২০ টাকা ডিএ হিসেবে পাচ্ছেন ৷ এবার যদি তা বাড়িয়ে ৩৯ শতাংশ করা হয় তাহলে ১৮০০০ টাকা বেসিক পে-র ক্ষেত্রে ডিএ পাবেন ৭০২০ টাকা ৷