নজরবন্দি ব্যুরোঃ মুদ্রাস্ফীতির কারণে নাভিশ্বাস আম জনতার। এরই মধ্যে সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর। খুব শীঘ্রই সপ্তম পে কমিনশের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়াতে চলেছে কেন্দ্র সরকার। সূত্রের খবর, ৫ শতাংশ পর্যন্ত ডিএ বৃদ্ধি করা হতে পারে ৷ আগামী জুলাই মাসেই বাড়তে পারে ডিএ।
আরও পড়ুনঃ Durja Puja 22: বুর্জ খালিফার পর এবছর শ্রীভূমির পুজোর থিম কি? ফাঁস হল সবকিছু
এর আগে ৩৪ শতাংশ করে বেসিক স্যালারি ডিএ ছিল। ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে সে ক্ষেত্রে ডিএ বেড়ে ৩৯ শতাংশ হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৷ এক্ষেত্রে ডিয়ারনেস অ্যালায়েন্স পাবেন কর্মীরা। ডিয়ারনেস রিলিফ পাবেন অবসরপ্রাপ্ত কর্মীরা।

ডিএ হার সাধারণত ‘অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স’-এর বদলের ওপর নির্ভর করে। বর্তমানে এআইসিপিআই বেড়ে থাকায় সরকারী কর্মীদের মহার্ঘ ভাতা বাড়তে চলেছে। এই মুহূর্তে যেমন ‘এআইসিপিআই’-এর হার উঁচুতে বাঁধা, তাই সরকারি কর্মীদেরও বর্ধিত ডিএ-তে পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর, বাড়ছে ডিএ

যদি বেসিক পে ১৮০০০ টাকা হয়, তাহলে সে ক্ষেত্রে বর্তমানে ৩৪ শতাংশ হারে তিনি ৬১২০ টাকা ডিএ হিসেবে পাচ্ছেন ৷ এবার যদি তা বাড়িয়ে ৩৯ শতাংশ করা হয় তাহলে ১৮০০০ টাকা বেসিক পে-র ক্ষেত্রে ডিএ পাবেন ৭০২০ টাকা ৷