ISF-CPIM: নওশাদের গ্রেফতারিতে ঝাঁঝ বাড়াচ্ছে আলিমুদ্দিন, লালবাজার যাচ্ছেন সুজনরা

নজরবন্দি ব্যুরোঃ ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির গ্রেফতারের ঘটনায় লালবাজার অভিযানের ডাক দিল সিপি(আই)এম। সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে লালবাজারে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে দেখা করতে আন সুজন চক্রবর্তী। মিছিলের নেতৃত্বে থাকবেন সিপি(আই)এম নেতা সুজন চক্রবর্তী। তবে পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করার জন্য অনুমতি মিলবে কি না, সবিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে  নওশাদের গ্রেফতারিতে ঝাঁঝ বাড়াচ্ছে আলিমুদ্দিন, সেটা স্পষ্ট ঝতে শুরু করেছে।

আরও পড়ুনঃ Weather Updates: সরস্বতী পুজোর আগেই আবহাওয়া পরিবর্তনের বড় পূর্বাভাস হাওয়া অফিসের

গত বিধানসভা নির্বাচনে একজোট হয়ে লড়াইইয়ের সিদ্ধান্ত নিয়েছিল সিপি(আই)এম এবং আইএসএফ। সেই জোটের একটিমাত্র আসন পেয়েছিল আইএসএফ। বামেদের বিপর্যয় নিয়ে তীব্র কটাক্ষের মুখে পড়তে হয়েছিল শীর্ষ নেতৃত্বকে। পরবর্তীকালে একাধিক ইস্যুতে বামেদের কর্মসূচিতে অংশগ্রহণ নিতে দেখা গেছে আইএসএফকে। এমনকি বাম নেতাদের গ্রেফতারির সময়েও এগিয়ে এসেছিলেন নওশাদ। এখন বাম নেতারা এগিয়ে এসে রাজনৈতিক সৌজন্যের বার্তা পৌঁছে দিলেন।

নওশাদের গ্রেফতারিতে ঝাঁঝ বাড়াচ্ছে আলিমুদ্দিন, বিরাট পদক্ষেপ 
নওশাদের গ্রেফতারিতে ঝাঁঝ বাড়াচ্ছে আলিমুদ্দিন, বিরাট পদক্ষেপ 

প্রসঙ্গত, শুক্রবার থেকেই তৃণমূল বনাম আইএসএফের সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। শনিবার আইএসএফের কর্মসূচির মাঝেই রণক্ষেত্র আকার নেয় কলকাতা। গ্রেফতার হয় বিধায়ক নওশাদ সিদ্দিকি সহ একাধিক আইএসএফ কর্মীরা। সেই ঘটনার প্রতিবাদে শাসক শিবিরের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। একযোগে সরব হতে দেখা গেছে বাম এবং বিজেপিকে।

নওশাদের গ্রেফতারিতে ঝাঁঝ বাড়াচ্ছে আলিমুদ্দিন, বিরাট পদক্ষেপ 

নওশাদের গ্রেফতারিতে ঝাঁঝ বাড়াচ্ছে আলিমুদ্দিন, বিরাট পদক্ষেপ 
নওশাদের গ্রেফতারিতে ঝাঁঝ বাড়াচ্ছে আলিমুদ্দিন, বিরাট পদক্ষেপ 

অন্যদিকে, নওশাদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ফুঁসছে ফুরফুরা শরীফ। গতকাল বৈঠক করে আগামী দিনে কলকাতা অবরুদ্ধ করার ডাক দিয়েছে পীরজাদারা। এরই মধ্যে নওশাদের পাশে দাঁড়িয়ে কী ফুরফুরা শরিফের পাশে থাকার বার্তা দিতে চান সুজনরা? প্রশ্ন রাজনৈতিক মহলে। আগামী দিনে পুলসিহের তরফে কী পদক্ষেপ নেওয়া হয়? সেটাও দেখার।