ডাক্তারির পরীক্ষাতে দুর্নীতি! ২০ লাখ টাকায় ডাক্তারিতে নিশ্চিত আসন, গ্রেফতার ৮
ডাক্তারির পরীক্ষাতে দুর্নীতি! ২০ লাখ টাকায় ডাক্তারিতে নিশ্চিত আসন, গ্রেফতার ৮

নজরবন্দি ব্যুরোঃ এবার ডাক্তারির পরীক্ষাতে দুর্নীতি! মেডিকেলের আসন বিক্রি হচ্ছে ২০ লাখ টাকায়! সোমবার মেডিকেল কোর্সে ‘নিশ্চিত’ আসন পাইয়ে দেওয়ার একটি র্যাভকেটের আটজনকে গ্রেফতার করেছে সিবিআই।

আরও পড়ুনঃ শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে উদ্বেগে ভারত, জানালেন বিদেশমন্ত্রী

বিশেষজ্ঞ একজন পরীক্ষার্থীদের ছদ্মবেশে মোটা টাকার বিনিময়ে পরীক্ষা দিয়ে দিতেন। চার রাজ্যে বিস্তৃত রয়েছে এই চক্রের জাল। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ডাক্তারি পাঠক্রমে এক জনকে ভর্তি করানোর পরিবর্তে ২০ লক্ষ টাকা দাবি করত ওই চক্র।

ডাক্তারির পরীক্ষাতে দুর্নীতি! ২০ লাখ টাকায় ডাক্তারিতে নিশ্চিত আসন, গ্রেফতার ৮

আসল পরীক্ষার্থীর হয়ে যে নিট দিত, তাকে দেওয়া হত পাঁচ লক্ষ টাকা। বাকি টাকা ভাগ করে নিত দালাল এবং অন্যরা।সোমবার দিল্লি থেকে আট জনকে গ্রেফতার করে সিবিআই। এদের মধ্যে মুল পান্ডা সুশীল রঞ্জন। দিল্লির সফদরজঙের বাসিন্দা।

ডাক্তারির পরীক্ষাতে দুর্নীতি! ২০ লাখ টাকায় ডাক্তারিতে নিশ্চিত আসন, গ্রেফতার ৮

ডাক্তারির পরীক্ষাতে দুর্নীতি! ২০ লাখ টাকায় ডাক্তারিতে নিশ্চিত আসন, গ্রেফতার ৮

তিনিই ভুয়ো পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে পাঠাতেন। বদলে আসল পরীক্ষার্থীদের থেকে টাকা নিতেন। বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্রে রমরমিয়ে চলছিল এই চক্র।