নজরবন্দি ব্যুরোঃ ২০২০ সালের মার্চ মাস থেকে করোনা সংক্রমণে সর্বাধিক পতন হয়েছে দেশে। কিন্তু দেশের সর্বনিম্ন সংক্রমণের দিনই রাজ্যে লাফিয়ে বাড়ল করোনা সংক্রমণ। একইসঙ্গে চিন্তায় ফেলল কলকাতার দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা। টেস্টের সংখ্যা বাড়াতেই বেড়ে গেল আক্রান্তের সংখ্যাও। টেস্টিং তুলনামূলক কম হওয়ায় গতকাল সংক্রমনের সংখ্যাটা ছ’শোর ঘরে নেমে গিয়েছিল, আক্রান্ত হয়েছিলেন ৬১৫ জন। কিন্তু আজ কার্যত তা লাফ দিয়ে বাড়ল।
আরও পড়ুনঃ Article 243ZA: বিশেষ ধারা প্রয়োগ করে সব পুরসভায় এক সাথে নির্বাচন, EC-রাজ্যপালের বৈঠক।
কিছুক্ষন আগে করোনার বুলেটিন প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ৭২০ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। আজ কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২১১ জন, মৃত্যু হয়েছে ৪ জনের। সার্বিক ভাবে কোলকাতার চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা এখন ২ হাজার ১৮৩। কলকাতায় এখন পর্যন্ত করোনার কবলে প্রাণ হারিয়েছেন ৫ হাজার ২২২ জন।
এদিকে সংক্রমণ অব্যাহত রয়েছে উত্তর ২৪ পরগণা জেলাতেও। এদিন এই জেলায় আক্রান্ত হয়েছেন ১৩৪ জন, মৃত্যু হয়েছে ১ জনের। তারপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগণা জেলা। এই জেলায় গত ২৪ ঘন্টায় ৭১ জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। মৃত্যু হয়েছে ১ জনের। এর পরেই স্থান হুগলীর। আজ হুগলী জেলাতে আক্রান্ত হয়েছেন ৫৭ জন। মৃত্যু হয়েছে ১ জনের।
এদিকে রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৭৪১ জন, যা নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৮৩ হাজার ৮৫৯। এদিন করোনা ভাইরাসের টেস্ট হয়েছে ৩৬ হাজার ১৪। রাজ্যে এখন পর্যন্ত মোট করোনা টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭১ হাজার ৫৯৬ টি। এখন রাজ্যে করোনা সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। সুখবর হল, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে ৬ লক্ষ ৫৮ হাজারেরও বেশি। স্বস্তি দিয়ে নিম্নমুখী অ্যাকটিভ কেসও। দেখুন সম্পুর্ণ বুলেটিন।
দেশের সর্বনিম্ন সংক্রমণের দিনই রাজ্যে লাফিয়ে বাড়ল করোনা সংক্রমণ, দেখুন বুলেটিন।
