নজরবন্দি ব্যুরোঃ গতকাল কলকাতা থেকে ঝাড়খণ্ডগামী একটি গাড়ি থেকে উদ্ধার হয়েছে কয়েক লক্ষ টাকা। সেই ঘটনায় তিন কংগ্রেস বিধায়কদের আটক করে হাওড়া গ্রামীনের পুলিশ। এবার আটক তিন বিধায়কদের সাসপেণ্ড করল কংগ্রেস। রবিবার সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করলেন জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক অবিনাশ পাণ্ডে।
আরও পড়ুনঃ Covid 19: দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৬৭৩ জন, শীর্ষে মহারাষ্ট্র
কংগ্রেসের তরফে বলা হয়েছে, সরকার বদলের চেষ্টা করছে বিজেপি। সেজন্যই টাকা দিয়ে বিধায়কদের কেনার চেষ্টা করছে বিজেপি। এদিন কংগ্রেস ইনচার্জ বলেন, আগামী দিনে যে কোনও প্রতিনিধি, নেতাদের নাম এধরনের কাজের সঙ্গে যুক্ত হবে। তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গতকাল হাওড়ার জাটিয় সড়কের রানিহাটি থেকে উদ্ধার হয় লক্ষ লক্ষ টাকা। নাম জড়িয়েছে ঝাড়খণ্ডের তিনি কংগ্রেস বিধায়ক রাজেশ কাশ্যপ, নমন বিক্সাল কোঙ্গারি এবং ইরফান আনসারিকে। এই তিন জনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হল।

কংগ্রেসের তরফে বারবার দাবি করা হচ্ছে, ঝাড়খণ্ডের সরকার ফেলতেই এই পরিকল্পনা করছে বিজেপি। এর আগে হেমন্ত সোরেনের সরকার থাকার সময়েও একই পরিকল্পনা করেছিল বিজেপি। অন্যদিকে বিজেপির দাবি, এই সরকার যতবার ক্ষমতায় এসেছে, তাঁদের দুর্নীতিতে নাম জড়িয়েছে। ঝাড়খণ্ডের দুর্নীতি নিয়ে তদন্তের প্রয়োজন বলে দাবি বিজেপির।
আটক তিন বিধায়কদের সাসপেণ্ড, নির্দেশ কংগ্রেসের

তবে টাকা কোথা থেকে এসেছে? এই টাকা কেন ঝাড়খণ্ডে নিয়ে যাওয়া হচ্ছিল? এর পিছনে কী উদ্দেশ্য ছিল? সবটা জানতে চেয়ে রাতভর জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুরো বিষয়টির ওপর নজর রেখছেন হাওড়া গ্রামীণের পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া।