সাবধান, কেন্দ্র নিষেধ করছে এই জাতীয় অ্যাপগুলি ডাউনলোড করতে!

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরো: সাবধান, কেন্দ্র নিষেধ করছে এই জাতীয় অ্যাপগুলি ডাউনলোড করতে! কেন্দ্র নিষেধ করল অচেনা ইউআরএল থেকে অক্সিমিটার অ্যাপগুলি ডাউনলোড করতে। এই সচেতন মূলক পরামর্শ দেওয়া হয়েছে সাইবার অ্যাওয়ার্ডের টুইটার হ্যান্ডেল থেকে সতর্ক করতে সাধারণ মানুষকে।

আরও পড়ুনঃ আপনার উপর কেউ নজরদারি করছে নাতো? আপনার হোয়াটসঅ্যাপ ডেকে নিয়ে আসছে আপনার বিপদ!

কেন্দ্র তরফ থেকে জানানো হয়েছে, ওই অ্যাপগুলি ব্যবহারকারীদের শরীরে অক্সিজেন ক্ষমতা পরীক্ষা করার প্রতিশ্রুতি দেয়। কিন্তু ভুল হতে পারে এই ধরনের অ্যাপ। শুধু তাই নয়, চুরি করে নিতে পারে এই অ্যাপগুলি ব্যক্তিগত তথ্য, মোবাইল ফোন থেকে ছবি, কন্টাকের মতো বেশ কিছু তথ্য।

আসুন জেনে নেওয়া যাক কিভাবে হতে পারে তথ্য চুরি- অক্সিমিটার অ্যাপগুলি দাবি করে ব্যবহারকারীদের হৃদস্পন্দনের উপর নজর রাখে এবং রক্তে অক্সিজেনের উপস্থিতি পরীক্ষা করে। এই জাতীয় অ্যাপে শরীরের অক্সিজেন মাত্রা পরীক্ষার জন্য আঙ্গুল ছোঁয়াতে বলা হয়। আর এভাবেই বায়োমেট্রিক তথ্য চুরি করে নিতে পারে ব্যবহারকারীর আঙ্গুলের ছাপ দিয়ে এই অ্যাপগুলি।

বর্তমানে করণা মহামারীর আবহে শরীরে অক্সিজেনের মাত্রার উপর বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। দেখা গিয়েছে, সাধারণ মানুষের চাহিদার উপর ই বেড়ে গিয়েছে অনলাইনে খুচরা বিক্রেতাদের ডিজিটাল অক্সিমিটার বিক্রির হার ও। একইভাবে মোবাইলের অক্সিমিটার অ্যাপগুলো হয়ে উঠেছে জনপ্রিয়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই সচেতন বার্তা দিয়েছে নিজের সাইবার সেফটি এন্ড সাইবার সিকিউরিটি সচেতন মূলক টুইটার হ্যান্ডেল ‘ সাইবার দোস্ত’ এর মাধ্যমে।

সাবধান, কেন্দ্র নিষেধ করছে এই জাতীয় অ্যাপগুলি ডাউনলোড করতে! উল্লেখ্য, করোনা আবহে ফিশিংয়ের ঘটনা এবং ব্যাংক জালিয়াতি ক্রমাগত বেড়ে চলা এই পরামর্শ দেয় কেন্দ্র।

জানানো হয়, ব্যাংক গ্রাহকরা নিরাপদ পৃথকভাবে দুটি মেইল একাউন্ট ব্যবহার করলে। একটি অ্যাকাউন্ট লেনদেনের জন্য এবং অন্যটি শুধুমাত্র যোগাযোগের জন্য ব্যবহার করা উচিত। মূলত সরকারের এই গুরুত্বপূর্ণ পরামর্শ ব্যাংক একাউন্ট কে জালিয়াতির হাত থেকে রক্ষা করতে।

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
হারিয়ে বদলা নেব, জেল থেকে বেরিয়েই চ্যালেঞ্জ সন্দেশখালির মাম্পির

হারিয়ে বদলা নেব, জেল থেকে বেরিয়েই চ্যালেঞ্জ সন্দেশখালির মাম্পির

সাদা কাগজে মহিলাদের দিয়ে সই করিয়ে ধর্ষণ-শ্লীলতাহানির মতো গুরুতর যৌন হেনস্থার অভিযোগ দায়ের করার নেপথ্যে সন্দেশখালির বিজেপি নেত্রী মাম্পি ওরফে পিয়ালি দাসের ভূমিকা ছিল, এই অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়।
বিয়ে করছেন বনি-কৌশানী! প্রস্তুতি চলছে পুরোদমে

বিয়ে করছেন বনি-কৌশানী! প্রস্তুতি চলছে পুরোদমে

উল্লেখ্য, এর আগে টলিপাড়া থেকে একমাত্র নুসরত জাহানই তুরস্কে গিয়ে ডেস্টিনেশন ওয়েডিং করেছিলেন। আর ফিরে তারকাবন্ধুদের জন্য একটা রিসেপশনের আয়োজন করেছিলেন। যদিও নিখিল জৈনের সঙ্গে সেই বিয়ে টেকেনি!
ভুল করলে দু'টো থাপ্পড় মারবেন, আরামবাগকে 'অধিকার' দিলেন মমতা

ভুল করলে দু’টো থাপ্পড় মারবেন, আরামবাগকে ‘অধিকার’ দিলেন মমতা

ইতিমধ্যেই বাংলায় চতুর্থ দফায় নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী ২০ তারিখ আরামবাগে ভোটগ্রহণ। শেষলগ্নে সেই কেন্দ্রের গোঘাটে জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিনের সভা থেকে তৃণমূল সুপ্রিমো সাফ বললেন, আমরা যদি ভুল করে থাকি তাহলে দু'টো থাপ্পড় মারুন, আপনাদের সেই অধিকার আছে।
গলায় মালা পরিয়ে গালে ঠাটিয়ে চড়! কী প্রতিক্রিয়া দলেন কানহাইয়া?

গলায় মালা পরিয়ে গালে ঠাটিয়ে চড়! কী প্রতিক্রিয়া দিলেন কানহাইয়া?

দিল্লি উত্তর-পূর্ব কেন্দ্র থেকে চলতি লোকসভা নির্বাচনে কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে কানহাইয়া কুমারকে। আর শনিবার প্রচারে বেরিয়ে 'চড়' খেলেন তিনি। গলায় মালা পরিয়ে ঠাটিয়ে চড় মারা হল এককালের বাম যুব নেতাকে।

রাজ্যে ফের ভোট প্রচারে প্রধানমন্ত্রী, করবেন বেশ কিছু সভা

উল্লেখ্য, চলতি লোকসভা নির্বাচনে সাত দফায় ভোট হচ্ছে বাংলায়। প্রচারের জন্য প্রতি দফাতেই রাজ্যে আসছেন মোদি। একসঙ্গে চার থেকে পাঁচটি করে সভা করছেন। কিছু দিন আগেও হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় এক দিনে মোট চারটি সভা করে গিয়েছেন তিনি। রবিবার আবার বাংলায় আসছেন তিনি।

Lifestyle and More...