সোনমের পর সোশ্যাল মিডিয়ায় মেয়েকে স্তন্যদানের ছবি ভাইরাল করলেন বিপাশা
সোনমের পর সোশ্যাল মিডিয়ায় মেয়েকে স্তন্যদানের ছবি ভাইরাল করলেন বিপাশা

নজরবন্দি ব্যুরোঃ বলিউডে সাম্প্রতিক সময়ে মা হয়েছেন বেশ কয়েকজন অভিনেত্রী! তবে অভিনেত্রী বিপাশা বসু’র ঘর আলো করে আসে কন্যা সন্তান! গত বছরের ১২ই নভেম্বর কন্যাসন্তানের জন্ম দেন অভিনেত্রী।  সোনম কাপুর ছেলে বায়ুকে স্তন্যপান করাচ্ছেন। সেই ছবি আনন্দ আহুজা ভাগ করে নিয়েছিলেন সামাজিক পাতায়। এবার মেয়েকে স্তন্যদানের ছবি ভাগ করে নিলেন বিপাশা বসু।

আরও পড়ুনঃ নতুন বছরেই ‘মা’ হবেন দীপিকা, কিন্তু বাবা হচ্ছেন না রণবীর সিং

বুধবার সকালে তিনি দেবীর সঙ্গে একটি ছবি ভাগ করে নেন ইনস্টাগ্রাম স্টোরিতে। মেয়ের মুখ যথারীতি ভালবাসার চিহ্নে ঢাকা। অভিনেত্রীর ঊর্ধ্বাঙ্গ উন্মুক্ত। মেয়েকে বুকে জড়িয়ে রেখেছেন। দেখে বোঝাই যাচ্ছে, তিনি স্তন্যদান করছেন সন্তানকে। সঙ্গে মনকাড়া মন্তব্য, “নিজের এক টুকরো হৃদয়ের সঙ্গে আমার সকাল… দেবী।” উল্লেখ্য, গত বছরের ১৬ই অগাস্ট খুশির খবর জানিয়েছিলেন বিপস। সেই সময় সাদা রঙের শার্ট ড্রেস পরে একটি ছবি আপলোড করেছিলেন নায়িকা। তাঁর বেবি বাম্প দেখে শুভেচ্ছায় ভরিয়েছিলেন ভক্তরা।

সোনমের পর সোশ্যাল মিডিয়ায় মেয়েকে স্তন্যদানের ছবি ভাইরাল করলেন বিপাশা
সোনমের পর সোশ্যাল মিডিয়ায় মেয়েকে স্তন্যদানের ছবি ভাইরাল করলেন বিপাশা

সেখানে দেবীকে ঈশ্বরের শক্তির সঙ্গে তুলনা করে তিনি। লেখেন, ‘আমাদের দেবী মায়ের ভালবাসা এবং আশীর্বাদের বাস্তব প্রকাশ দেবী। আমার মেয়ে তাই আমাদের কাছে ঈশ্বরের প্রতিনিধি।’ বরাবরই গর্ভধারণ নিয়ে সরব বিপাশা। এর আগে স্ফীতগর্ভের ছবি ভাগ করে নিয়েছেন বিনা দ্বিধায়। তখনও তাঁর পাশে দেখা গিয়েছিল করণ সিং গ্রোভারকে। সাধ থেকে শুরু করে সন্তানের জন্মদিন, সব কিছুরই পুঙ্খানুপুঙ্খ বর্ণনা তিনি দিয়েছেন অনুরাগীদের। আপাতত সবার অধীর অপেক্ষা, কবে তারকা দম্পতি তাঁদের সন্তানের মুখ দেখাবেন।

সোনমের পর সোশ্যাল মিডিয়ায় মেয়েকে স্তন্যদানের ছবি ভাইরাল করলেন বিপাশা
সোনমের পর সোশ্যাল মিডিয়ায় মেয়েকে স্তন্যদানের ছবি ভাইরাল করলেন বিপাশা

যথারীতি অন্যান্য তারকাদের ট্রেন্ড মেনে নিজের কন্যার মুখ প্রকাশ্যে আনেননি বিপাশা! তবে সম্প্রতি নিজের কন্যা সন্তানকে স্তন্যপান করানোর একটি ছবি প্রকাশ্যে এনেছেন তিনি! নিজের সন্তানকে স্তন্যপান করানোর ছবি ইনস্টাগ্রাম স্ট্যাটাসে দিলেন অভিনেত্রী! আজ অর্থাৎ বুধবার সকালে নিজের কন্যা সন্তানকে স্তন্যপান করানোর একটি ছবি পোস্ট করেন বিপাশা! যদিও সন্তানের মুখ ঢাকা‌ই ছিল! এই সুন্দর ছবি দেখে খুশিতে উচ্ছল অভিনেত্রীর অনুরাগীরা!

সোনমের পর সোশ্যাল মিডিয়ায় মেয়েকে স্তন্যদানের ছবি ভাইরাল করলেন বিপাশা

সোনমের পর সোশ্যাল মিডিয়ায় মেয়েকে স্তন্যদানের ছবি ভাইরাল করলেন বিপাশা
সোনমের পর সোশ্যাল মিডিয়ায় মেয়েকে স্তন্যদানের ছবি ভাইরাল করলেন বিপাশা

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসেই শাঁখা-পলা-সিঁদুরে অপরূপা সেজেছিলেন তিনি! শাঁখ-উলুধ্বনির মাঝে সাধের ভোজ খেতে বসেন বিপাশা বসু। তাঁর পরনে ছিল উজ্জ্বল গোলাপি রঙের সিল্কের শাড়ি। সেইসঙ্গে হালকা সোনার গয়না। বাঙালি সাজে অনন্য লাগছিল তাঁকে! পিতলের রেকাবিতে চন্দন, ধানদূর্বা দিয়ে অন্তঃসত্ত্বা মেয়ের মাথা ছুঁয়ে আশীর্বাদ করেন মা মমতা বসু। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘আমার সাধ! ধন্যবাদ মা।’