মুস্তাক আলি ট্রফিতে কাল মরণ বাঁচন ম্যাচে তামিলনাড়ুর বিরুদ্ধে নামছে বাংলা।

নজরবন্দি ব্যুরোঃ মুস্তাক আলি ট্রফিতে কাল মরণ বাঁচন ম্যাচে তামিলনাড়ুর বিরুদ্ধে নামছে বাংলা। জয়ের হ্যাট্রিক থেকে দুর্বল অসমের বিরুদ্ধে অনভিপ্রেত হার। যার জেরে গ্রুপের শেষ ম্যাচে কাল তামিলনাড়ুর বিরুদ্ধে মরণ বাঁচন লড়াইয়ে নামছে বাংলা। প্রথম তিন ম্যাচে দুর্দান্ত জয়।
আরও পড়ুনঃ তাণ্ডব নির্মাতাদের ক্ষমা চাইতে হবে, অন্যথায় জুতো মারার নিদান দিলেন বিজেপি বিধায়ক।
ওপেনার বিবেক সিং ও বোলার ইশান পোরেলের দুরন্ত পারফরম্যান্সে ঝাড়খণ্ডের মত বড় দলের বিরুদ্ধে বাজিমাত করে বাংলা। তবে তার পরেই আসে দুর্বল অসমের বিরুদ্ধে ১৩ রানের ব্যাবধানে পরাজয়। প্রথমে ব্যাট করতে নেমে আসাম শুরুতেই ধাক্কা খায় তাদের দুই ওপেনারকে ইশান ফিরিয়ে দেওয়ার পর। কিন্তু এর পরেই দলের হাল ধরে তৃতীয় উইকেটে ডেনিশ দাসের সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক রিয়ান পরাগ।
ডেনিশ-পরাগের জুটিতে ওঠা মূল্যবান ৭৬ রান দারুণভাবে ম্যাচে ফিরিয়ে আনে দলকে। ব্যক্তিগত ৩৪ রানে ডেনিশ আউট হয়ে ফিরে গেলেও থামানো যায়নি পরাগকে। ৫৪ বলে দুরন্ত ৭৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলের রান দেড়শো পার করেন আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে সাড়া জাগানো এই তারকা। চেস করতে নেমে শুরু ভাল করলেও দুই ওপেনার ফিরে গেলে অভিজ্ঞ মনোজ(৩৩ রান) অধিনায়ক অনুষ্টুপ (৪৮ রান) দলকে জেতাতে পারেননি।
মুস্তাক আলি ট্রফিতে কাল মরণ বাঁচন ম্যাচে তামিলনাড়ুর বিরুদ্ধে নামছে বাংলা। মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতা বারবার সমস্যা হয়ে দেখা দিচ্ছে বাংলা দলের। এখন দেখার সেই সমস্যা মিটিয়ে তামিলনাড়ু বধ করে টি ২০ ট্রফির নক আউটে পৌঁছতে পারে কিনা অরুনলাল ব্রিগেড।