আজ থেকেই শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, 'লক্ষ্মী' টানতে মরিয়া Mamata Banerjee

নজরবন্দি ব্যুরো: কয়েক ঘণ্টার অপেক্ষা। আজ থেকে শুরু হচ্ছে বাণিজ্যের মহাসম্মেলন। মঙ্গলবার দুপুরে নিউটাউন বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টারে আয়োজিত হতে চলেছে সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। উপস্থিত থাকবেন দেশ-বিদেশের একাধিক শিল্পপতি। সম্মেলনের মাধ্যমে রাজ্যে বিনিয়োগ টানতে মরিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই অনুষ্ঠানস্থলের চারিদিকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।

আরও পড়ুন: বায়োমেট্রিক হাজিরা নিয়ে নয়া নির্দেশিকা জারি, নতুন নিয়ম চালু করছে এনএমসি

সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসতে চলেছেন শিল্পপতি এবং রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানি। তিনি যে এবারের প্রধান আকর্ষণ হবেন একথা বলাই বাহুল্য। মঙ্গলবার দুপুরেই কলকাতা পৌঁছানোর কথা। দুপুর ১.৪৫ নাগাদ কলকাতা বিমানবন্দরে আসবেন। সেখান থেকে তিনি সরাসরি সম্মেলনে যোগ দেবেন। মুকেশ আম্বানি ছাড়াও সম্মেলনে উপস্থিত থাকবেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এছাড়া গোয়েঙ্কা গোষ্ঠীর চেয়ারপার্সন সঞ্জীব গোয়েঙ্কা, রিয়েল এস্টেটের অন্যতম কর্ণধার হর্ষবর্ধন নেওটিয়া, জিন্দাল গ্রুপের কর্ণধার সজ্জন জিন্দাল, আইটিসি-র এমডি সঞ্জীব পুরী, টিসিজি গ্রুপের পূর্ণেন্দু চট্টোপাধ্যায় সহ রাজ্য ও দেশের বিশিষ্ট শিল্পপতিরা উপস্থিত থাকবেন।

আজ থেকেই শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, 'লক্ষ্মী' টানতে মরিয়া Mamata Banerjee

সম্মেলনে আজকের অনুষ্ঠান দুটি ভাগে বিভক্ত। প্রথম, উদ্বোধনী পর্ব, দ্বিতীয়, ইন্টারন্যাশনাল সেশন। জানা গিয়েছে, ২০ টি দেশের প্রতিনিধির যোগ দেওয়ার কথা রয়েছে সেখানে। রাজ্যের প্রতিনিধিরা সরাসরি তাঁদের সঙ্গে কথা বলবেন। এবারের বানিজ্যের মহা সম্মেলনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলিকেই ফোকাসে রাখা হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, উৎপাদন শিল্প, পরিকাঠামো, কৃষি-কৃষিজ পণ্য- এই বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে।

আজ থেকেই শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, 'লক্ষ্মী' টানতে মরিয়া Mamata Banerjee

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, রাজ্য সরকারের কাছে ২৬ টি প্রস্তাব জমা পড়েছে, যাতে বিনিয়োগের প্রস্তাব রয়েছে ৭৬০০ কোটি টাকার। গত বছরের সম্মেলনে ১৩৭ টি আগ্রহপত্র ও সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়েছিল। বিনিয়োগের প্রস্তাব ছিল প্রায় পৌনে চার লক্ষ কোটি টাকার। সেগুলিতে ৩০ লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছিল রাজ্য সরকার। এবারে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে (Bengal Global Business Summit) গতবারের রেকর্ডকেও ছাপিয়ে যেতে পারে কিনা সেদিকে নজর থাকবে।

আজ থেকেই শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, ‘লক্ষ্মী’ টানতে মরিয়া Mamata Banerjee

আজ থেকেই শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, 'লক্ষ্মী' টানতে মরিয়া Mamata Banerjee
আজ থেকেই শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, ‘লক্ষ্মী’ টানতে মরিয়া Mamata Banerjee