বায়োমেট্রিক হাজিরা নিয়ে নয়া নির্দেশিকা জারি, নতুন নিয়ম চালু করছে এনএমসি
New guidelines issued on biometric attendance

নজরবন্দি ব্যুরোঃ মেডিক্যাল কলেজে শিক্ষক-চিকিৎসকদের জন্য বায়োমেট্রিক হাজিরার নয়া নিয়ম চালু করল এনএমসি। কারন সম্প্রতি অভিযোগ উঠেছে আসন সংখ্যা বৃদ্ধির জন্য বিভিন্ন জায়গা থেকে নাকি শিক্ষক-চিকিৎসক ধার করে আনা হচ্ছে। ফলে এই ‘অপরাধ’ আটকাতে নয়া পদক্ষেপ গ্রহন করল এনএমসি।

আরও পড়ুনঃ ডিসেম্বরে ধর্মঘটের পথে একাধিক ব্যাংক, ভোগান্তির শিকার হবেন গ্রাহকরা!

এই নতুন পদক্ষেপ চালু হবে ২০২৪-’২৫ শিক্ষাবর্ষ থেকে। এই বর্ষ থেকে আধার-ভিত্তিক বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু করার বন্দোবস্ত করা হবে। এনএমসির নতুন নির্দেশিকায় জারি করা হয়েছে বায়োমেট্রিক ছাপ হিসেবে শিক্ষক-চিকিৎসকদের মুখের ছবিও এবার থেকে অন্তভুক্ত করতে হবে।

বায়োমেট্রিক হাজিরা নিয়ে নয়া নির্দেশিকা জারি, কবে থেকে শুরু? 
বায়োমেট্রিক হাজিরা নিয়ে নয়া নির্দেশিকা জারি, কবে থেকে শুরু?

মনে করা হচ্ছে, এই নয়া নিয়মে বাইরে থেকে শিক্ষক-চিকিৎসক আনার এই কাজ হয়তো পুরোদমে বন্ধ হয়ে যাবে। কারন এই নয়া নিয়মে মুখের ছবি এবং আধার নম্বর উভয়ই যুক্ত থাকবে। ফলে বাইরের থেকে কোন শিক্ষক-চিকিৎসক আনা হলে তা ধরা পড়ে যাবে।

বায়োমেট্রিক হাজিরা নিয়ে নয়া নির্দেশিকা জারি, কবে থেকে শুরু? 

Biometric Attendance: বায়োমেট্রিক হাজিরা নিয়ে নয়া নির্দেশিকা জারি, নতুন নিয়ম চালু করছে এনএমসি

কারন এই সমস্ত ডাটা আপলোড করতে হবে অনলাইনে। ফলে তা কোন প্রকার সমস্যা ফলে তা সফটওয়্যারে আটকে যাবে। ফলে এই অসাধু কাজ বন্ধ করতে বাধ্য হবে। এই নয়া পদক্ষেপ সকলেই সমর্থন করেছেন। তবে এই নিয়ম কতটা মেনে চলা হবে তা নিয়ে কিছুটা সংকোচ রয়েছে।