শুধু শিক্ষক দুর্নীতিই নয়, পৌরসভা ও পৌরনিগমের চাকরিতে বেনিয়মে জড়িত অয়ন, দাবি ED-র
Ayan is regularly involved in municipal and municipal services

নজরবন্দি ব্যুরোঃ শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের সল্টলেকের অফিসে তল্লাশিতে চাঞ্চল্যকর তথ্য ‘রাতভর তল্লাশিতে মিলেছে বহু চাকরিপ্রার্থীর তালিকা ও নথি’ মিলেছে চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ডও, দাবি ইডি সূত্রের এসএসসি (SSC) দুর্নীতি প্রকাশ্যে আসার পর সল্টলেকে প্রোমোটারের অফিসে লুকিয়ে রাখা হয় নথি, অনুমান গোয়েন্দাদের।

আরও পড়ুনঃ ডান্স বারে আমোদে ব্যস্ত BJP-র যুব মোর্চার সভাপতি, ভাইরাল ভিডিও

আবার শুধু শিক্ষক নিয়োগ নয়, পুরসভাতেও কি বেআইনি নিয়োগ চক্র শান্তনুদের? শান্তনু-ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের সল্টলেকের অফিস থেকে উদ্ধার তথ্য, কম্পিউটার হার্ডডিস্ক থেকে উদ্ধার রাজ্যজুড়ে ৭০টি পুরসভায় নিয়োগের তথ্য। সব মিলিয়ে অয়ন যে এই কান্ডে বেশ গভীরে যুক্ত তার প্রমাণ পাওয়া গিয়েছে। কিন্তু কী ভাবে এই কাজ করত অয়ন?

শুধু শিক্ষক দুর্নীতিই নয়, পৌরসভা ও পৌরনিগমের চাকরিতে বেনিয়মে জড়িত অয়ন, দাবি ED-র

ইডি-র হাতে আসা তথ্য বলছে অয়নের কাছ থেকে বহু বিশেষ সুবিধা ভোগ করতেন প্রভাবশালীরা। আর তার বিনিময়ে তিনি বিভিন্ন পৌরসভা ও পৌর নিগমের কাজের বরাত পেতেন। ইডি-র দাবি শুধু শিক্ষক দুর্নীতি নয় বিভিন্ন পৌরসভা ও পৌরনিগমের চাকরির পরীক্ষার ওএমআর শিট পাওয়া গিয়েছে তল্লাশির সময় আয়নের বাড়িতে। ওই ওএমআর সিট গুলি ছিল বিভিন্ন পৌরসভা এবং পৌরনিগমের চাকরির আসল ওএমআর শিট।

শুধু শিক্ষক দুর্নীতিই নয়, পৌরসভা ও পৌরনিগমের চাকরিতে বেনিয়মে জড়িত অয়ন, দাবি ED-র

এইগুলি তার অফিসে কিভাবে পৌঁছলো তা জানার চেষ্টা করছেন ইডি-র আধিকারিকরা। এক আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যে গোয়েন্দাদের কাছে অনেক কিছু ফাঁস করে দিয়েছেন অয়ন। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও আরও বড় মাথারা জড়িয়ে রয়েছেন এই দুর্নীতির জালে। তবে এখনো নাম জানায়নি অয়ন।

তল্লাশির সময় অয়নের বাড়িতে কুড়ি জনের একটি নামের তালিকা পাওয়া গিয়েছে । ইডি আধিকারিকরা মনে করছেন এরা আসলে দালাল। টাকা নিয়ে চাকরি দেবার জন্য যে প্রার্থীদের কাছ থেকে তারা টাকা নিতেন এদের মাধ্যমে পৌঁছে যেত প্রভাবশালীদের কাছে।

শুধু শিক্ষক দুর্নীতিই নয়, পৌরসভা ও পৌরনিগমের চাকরিতে বেনিয়মে জড়িত অয়ন, দাবি ED-র

শুধু শিক্ষক দুর্নীতিই নয়, পৌরসভা ও পৌরনিগমের চাকরিতে বেনিয়মে জড়িত অয়ন, দাবি ED-র

আর সেই প্রভাবশালীদের সুপারিশের মাধ্যমেই অযোগ্য প্রার্থীরা চাকরি পেতেন। ইডির দাবি এখনো রাজ্যের বহু স্কুলে এইরকম অনেক মানুষ চাকরি করছেন যারা অযোগ্য এবং অনৈতিকভাবে চাকরি পেয়েছেন।