নজরবন্দি ব্যুরোঃ আসানসোলের খনিগর্ভে ভয়ঙ্কর আগুন। কয়লা খনির প্রায় ৮০০ ফুট গভীরে আগুন লাগে। এই ঘটনাটিতে আতঙ্ক ছড়িয়েছে শ্রমিকদের মধ্যে। ঘটনাটি সামনে আসা মাত্রই জরুরী পদক্ষেপ গ্রহন করেছেন খনি কর্তৃপক্ষ। শুরু হয়েছে আগুন নেভানোর ব্যবস্থা। আনা হয়েছে রেসকিউ টিম এবং অগ্নিনির্বাপক কর্মীদের।
আরও পড়ুনঃ তৃণমূল নেতা খুনে গ্রেফতার CPIM কর্মী আনিসুর, মোবাইল লোকেশন ট্র্যাক করে খোঁজ
আগুন লাগে জামুড়িয়ার সাতগ্রাম এরিয়ার সাতগ্রাম প্রজেক্টে। প্রায় ৮০০ ফুট গভীরে খনিগহ্বরের সুরঙ্গের পরিত্যক্ত স্তরে আগুন লাগার ঘটনাটি ঘটে। এই আগুন প্রথমে লক্ষ করেন এক শ্রমিক। তারপর পুরো বিষয়টি জানাজানি হয়ে যায়। এবং খবর দেওয়া হয় য়লা খনির উচ্চ পদস্থ আধিকারিককে।

এরপর তিনি পুরো বিষয়টি সামাল দেন। তিনি সমস্ত শ্রমিকদের নিরাপদ ভাবে বের করে আনার ব্যবস্থা করেন। এবং স্টপিং ওয়ালের ব্যবস্থা করেন যাতে ক্ষতিগ্রস্ত জায়গায় অক্সিজেন না পৌঁছাতে পারে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে রেসকিউ টিম এবং অগ্নিনির্বাপক কর্মী।
খনিগর্ভ দাউদাউ করে জ্বলছে, কেমন রয়েছে শ্রমিকরা?
আগামী ২৪ ঘণ্টা শ্রমিকদের খনিগর্ভে নামা নিষেধ। তবে এই অগ্নিকাণ্ডে তেমন কোন ভয়াবহতা নেই। এরকম বহুবার আগুন লাগার সাক্ষী শ্রমিকেরা। শ্রমিকরা দাবী করেন এরকম বহুবার তারা এই ঘটনা দেখেছেন। তবে এই ঘটনাটিতে আগের থেকে ভয়াবহতা খানিকটা কম। তবে খনি করতিপক্ষের তরফ থেকে এর পর অতিরিক্ত সতর্কতা নেওয়া হবে বলে জানানো হয়েছে। শ্রমিকদের একাংশ অভিযোগ জানিয়েছেন তাদের সুরক্ষার বিষয়টি নাকি অবহেলা করা হচ্ছে। তবে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে।