‘জাতীয় পতাকার রং অশুভ’! মোদীকে প্রশ্ন ছুঁড়ে বিস্ফোরক ওয়াইসি
‘জাতীয় পতাকার রং অশুভ’! মোদীকে প্রশ্ন ছুঁড়ে বিস্ফোরক ওয়াইসি

নজরবন্দি ব্যুরোঃ স্বাধীনতার ৭৫ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের সোশাল মিডিয়া প্রোফাইলে জাতীয় পতাকার ছবি পোস্ট করেছেন ৷ পাশাপাশি দেশে শুরু হয়েছে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ ৷ আর তাতে ১৫ অগস্ট পর্যন্ত চলছে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি।

আরও পড়ুনঃ দিল্লি জুড়ে কংগ্রেস নেতাদের ধরপাকড়, আটক রাহুল সহ অন্যান্যরা

এর আগে মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজে দেশের নাগরিকদের কাছে আর্জি জানিয়েছিলেন এবার দেশের স্বাধীনতা দিবসে সব বাড়িতে জাতীয় পতাকা উত্তলন করবার। সব মিলিয়ে এবার স্বাধীনতা দিবস দেশ জুড়ে একটা অন্য মাত্রা পেয়েছে। কিন্তু এর মধ্যেই জাতীয় পতাকা নিয়ে বিস্ফোরক দাবি করে নয়া বিতর্ক উসকে দিলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি

National Flag: ‘জাতীয় পতাকার রং অশুভ’! মোদীকে প্রশ্ন ছুঁড়ে বিস্ফোরক ওয়াইসি

তিনি বলেন, “১৯৪৭ সালের ১৭ জুলাই ৷ স্বাধীনতার ঠিক আগে আরএসএস তার মুখপত্র ‘অর্গানাইজারে’ দাবি তোলে, দেশের জাতীয় পতাকা সম্পূর্ণ গেরুয়া রঙের হওয়া উচিত ৷ এরপর ১৪ অগস্ট পতাকার রং নিয়ে আরও একটি লেখা ছাপা হয় মুখপত্রে ৷ সেখানে গেরুয়া শিবির জানায় ভারতের জাতীয় পতাকায় ব্য়বহৃত তিনটি রং- গেরুয়া-সাদা-সবুজ ‘অশুভ’ ৷ এই পতাকা মানুষের মনে খারাপ প্রভাব বিস্তার করবে” ৷

‘জাতীয় পতাকার রং অশুভ’! মোদীকে প্রশ্ন ছুঁড়ে বিস্ফোরক ওয়াইসি

‘জাতীয় পতাকার রং অশুভ’! মোদীকে প্রশ্ন ছুঁড়ে বিস্ফোরক ওয়াইসি

National Flag: ‘জাতীয় পতাকার রং অশুভ’! মোদীকে প্রশ্ন ছুঁড়ে বিস্ফোরক ওয়াইসি

এর পর নরেন্দ্র মোদি ও আরএসএস-এর কাছে তাঁর প্রশ্ন, “আমি জানতে চাই, আরএসএস এবং প্রধানমন্ত্রী কি অর্গানাইজারের এই মতকে সমর্থন করেন ?” তিনি প্রধানমন্ত্রীকে টার্গেট করে বলেন, “আপনি এমন একটা পরিবেশ তৈরি করেছেন, যেন মনে হচ্ছে আমাদের থেকে কেউ দেশাত্মবোধের সার্টিফিকেট চাইছে ৷ তাহলে অর্গানাইজারে ১৯৪৭-এ প্রকাশিত এই লেখার মানে কী ?”

National Flag: ‘জাতীয় পতাকার রং অশুভ’! মোদীকে প্রশ্ন ছুঁড়ে বিস্ফোরক ওয়াইসি