Anubrata Mandal: শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ফের জামিনের আবেদন অনুব্রতর, শুনানি ২৩শে মে

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ফের জামিনের আবেদন অনুব্রতর, শুনানি ২৩শে মে
Anuvrata again applied for bail

নজরবান্দি ব্যুরো: ফের জামিনের আবেদন অনুব্রত মন্ডলের। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েই আজ, বৃহস্পতিবার ফের দিল্লির রাউস অ্য়াভিনিউ কোর্টে জামিনের আবেদন করেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা। জানা গিয়েছে, আগামী ২৩ মে এই জামিনের আবেদনের শুনানি হবে।

আরও পড়ুন: গাঙ্গুলির পর অমৃতায় অস্বস্তি, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে অভিষেক

উল্লেখ্য, ইডির হাতে গ্রেফতার হয়ে দিল্লি যাওয়ার পর থেকেই শারীরিক অসুস্থতার কথা বলেছিলেন অনুব্রত মন্ডল। সূত্রের দাবি, অনুব্রত দীর্ঘদিন ধরেই অসুস্থ। তাঁর হৃদযন্ত্রে ৭২-৭৫ শতাংশ ব্লকেজ রয়েছে। শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। লিভারের সমস্যাও রয়েছে। নিয়মিত ওষুধ খাচ্ছেন।

Anubrata Mandal: শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ফের জামিনের আবেদন অনুব্রতর, শুনানি ২৩শে মে

এছাড়াও একাধিক শারীরিক সমস্যায় জর্জরিত তিনি। তাঁর বাইরে চিকিৎসার প্রয়োজন। জেল হাসপাতালের চিকিৎসকদের উপর যে আস্থা নেই, সেটা আগেই জানিয়েছিলেন তিনি। এবার জামিনের আরজি জানালেন অনুব্রত। গোরু পাচার মামলায় সুকন্যা মণ্ডলের গ্রেফতারির পর কার্যত ভেঙে পড়েন অনুব্রত মণ্ডল

Anubrata Mandal: শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ফের জামিনের আবেদন অনুব্রতর, শুনানি ২৩শে মে

মেয়ের সঙ্গে সাক্ষাতে তিনি বলেন, “কেন এখানে এলি মা?” পাশাপাশি সুকন্যার যাতে জামিন হয় সেই জন্য পদক্ষেপ করার জন্যও আইনজীবীর কাছে আবেদন করেছিলেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, “হে ইশ্বর মেয়েটার যেন জামিন হয়ে যায়।”

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ফের জামিনের আবেদন অনুব্রতর, শুনানি ২৩শে মে

Anubrata Mandal: শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ফের জামিনের আবেদন অনুব্রতর, শুনানি ২৩শে মে

সুকন্যার সঙ্গে দু’বার সাক্ষাৎ হয়েছিল অনুব্রত মণ্ডলের। এই সাক্ষাৎ প্রসঙ্গে মুখ খুলেছিলেন স্বয়ং অনুব্রত। তিনি জানিয়েছিলেন, বাবা এবং মেয়ের যেমন কথা হয়, তাঁদের মধ্যেও তা হয়েছে।