Air India: মাসকাটে আগুন লাগলো এয়ার ইন্ডিয়া বিমানে, আহত ১৪

মাসকাটে আগুন লাগলো এয়ার ইন্ডিয়া বিমানে, আহত ১৪
Air India plane caught fire in Muscat, 14 injured

নজরবন্দি ব্যুরো: বুধবার মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। এরপরই বিমান থেকে তড়িঘড়ি সকল যাত্রীকে নমিয়ে সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, বিমানটিতে চার শিশু-সহ ১৪৫ জন যাত্রী ছিলেন। যাত্রীদের বিমান থেকে সরিয়ে টার্মিনাল বিল্ডিংয়ে স্থানান্তরিত করা হয়। যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন। যার জেরে ১৪ জন যাত্রীর আহত হওয়ার খবর মেলে।

আরও পড়ুন: সুখবর শহরবাসীর জন্য, পুজোর আগেই শুরু হচ্ছে জোকা-তারাতলা মেট্রো

মাসকাট বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন লাগলে, সঙ্গে সঙ্গে সেখান থেকে যাত্রীদের সরানো হয়। বুধবার সকালে মাসকাট থেকে কোচিতে যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার ওই বিমানে। জানা গেছে, মাঝ আকাশে হঠাৎ পোড়া গন্ধ পান যাত্রীরা। ওমানের মাসকাটে জরুরি অবতরণ করে এয়ার ইন্ডিয়ার (Air India)ওই বিমান।

মাসকাটে আগুন লাগলো এয়ার ইন্ডিয়া বিমানে, আহত ১৪
মাসকাটে আগুন লাগলো এয়ার ইন্ডিয়া বিমানে, আহত ১৪

মাসকাটে আগুন লাগলো এয়ার ইন্ডিয়া বিমানে, আহত ১৪

Air India: মাসকাটে আগুন লাগলো এয়ার ইন্ডিয়া বিমানে, আহত ১৪

কালিকট থেকে দুবাই যাচ্ছিল বিমানটি। রানওয়ে থেকে আকাশে ওড়ার প্রস্তুতি নেওয়ার সময়ই এই ঘটনা ঘটে। মাঝ আকাশে পোড়া গন্ধ মেলায় বিমান ঘুরিয়ে মাসকাটে অবতরণ করানো হয়। যাত্রীরা নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে। তবে এখন পযন্ত মৃত্যুর কোন খবর পাওয়া যায়নি।