প্রায় ৩০০ কোটি টাকার সম্পত্তি বিক্রির পথে হাঁটছে এয়ার ইন্ডিয়া!
প্রায় ৩০০ কোটি টাকার সম্পত্তি বিক্রির পথে হাঁটছে এয়ার ইন্ডিয়া!

নজরবন্দি ব্যুরো: প্রায় ৩০০ কোটি টাকার সম্পত্তি বিক্রির পথে হাঁটছে এয়ার ইন্ডিয়া!  ইন্ডিয়ান এয়ারলাইন্স এর অবস্থা অনেকদিন ধরেই খারাপ সেটা এখন আর কারো অজানা নয়। আর সেই কারণেই এই সংস্থাকে বিক্রি করবার জন্য এর আগেও চেষ্টা চালিয়েছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুনঃ বাংলা নিয়ে কঠোর কেন্দ্র! সায়ন্তনের স্পষ্ট ইঙ্গিত রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দিকে

কিন্তু এখন পর্যন্ত তা বিক্রি না হলেও আর্থিক কষ্টে ভুগতে থাকা এই সংস্থা এবার তাদের সম্পত্তি বিক্রি করতে চলেছে। যার মূল্য হতে পারে প্রায় ৩০০ কোটি টাকা। বিভিন্ন ফ্ল্যাট, স্টাফ কোয়ার্টার, বিল্ডিং সহ একাধিক সম্পত্তি বিক্রি করতে চলেছে এয়ার ইন্ডিয়া। নয়াদিল্লি, মুম্বই, কলকাতা, আহমেদাবাদ, বেঙ্গালুরু, মেঙ্গালুরু, নাসিক এবং নাগপুরে অবস্থিত একাধিক সম্পত্তি বিক্রি করা হবে বলে জানা গিয়েছে।

প্রায় ৩০০ কোটি টাকার সম্পত্তি বিক্রির পথে হাঁটছে এয়ার ইন্ডিয়া! এর আগে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ পুরী জানিয়েছিলেন, এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণ হবে। তিনি আরও বলেছিলেন, ‘এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণ সম্ভব না হলে, তা বন্ধ করে দেওয়া হবে।’ উল্লেখ্য, কয়েক বছর ধরেই ঋণগ্রস্ত অবস্থাতেই চলছে এই উড়ান সংস্থা। প্রায় ৬০ হাজার কোটি টাকার ঋণ রয়েছে এই সংস্থার।