নজরবন্দি ব্যুরোঃ আজ গোয়ায় ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল। মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু এফসি ও এটিকে মোহনবাগান। সুনীল ছেত্রীদের হারিয়ে চ্যাম্পিয়ন হলে কত কোটি টাকা পাবে মোহনবাগান? তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
প্রথম বছর থেকে এখনও অবধি প্রাইজ মানি বাড়ানোর কথা ঘোষণা করেনি এফএসডিএল। ফলে ফাইনাল ম্যাচ জিতলে আট কোটি টাকা পাবে মোহনবাগান দল। আর রানার্স হলে পাবে চার কোটি টাকা।
আর বড় অঙ্কের টাকাও থাকছে চার সেমিফাইনালিস্ট দলের জন্যও। দেড় কোটি টাকা করে পাবে মুম্বই সিটি এফসি ও হায়দরাবাদ এফসি।

মরশুমে লিগ শিল্ড জিতেছে মুম্বই সিটি এফসি। তারা পাবে সাড়ে তিন কোটি টাকা। লিগ শিল্ড জিতলেও সেমিফাইনালের লড়াইয়ে বেঙ্গালুরু এফসিকে হারাতে পারেনি তারা। প্রথম লেগে ০-১ গোলে হারের পর দ্বিতীয় লেগে ২-১ গোলে জয় পায় মুম্বই। যদিও গোলপার্থক্য সমান হওয়ায় ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। সেখানেও ফয়সালা হয়নি। টাইব্রেকারে সুনীলরা মুম্বইকে হারিয়ে ফাইনালে চলে যায় বেঙ্গালুরু।
চ্যাম্পিয়ন হলে কত কোটি টাকা পাবে মোহনবাগান? প্রশ্ন বিভিন্ন মহলে

দ্বিতীয় সেমিফাইনালেও দুই লেগে ম্যাচ মিমাংসা হয়নি। এটিকে মোহনবাগান ও হায়দরাবাদ এফসি দুই দলের কেউই গোল করতে বা পারায় ম্যাচ এক্সট্রা টাইমে গড়ায়। সেখানেও গোল করতে পারেনি কোনও দল। ফলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেই ম্যাচে ৪-৩ ব্যবধানে হায়দরাবাদকে হারিয়ে জয় পায় মোহনবাগান। ফলে ফাইনালে চলে যায় তারা। আজ গোয়ায় ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে দুই দল।