নজরবন্দি ব্যুরোঃ সাগরদিঘির উপনির্বাচনে হার শাসক দলকে চিন্তায় ফেলেছে। হারের কারণ ব্যাখা করতে গিয়ে একাধিক ব্যাখা দেওয়া হচ্ছে। শুক্রবার দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর রবিবার জেলা নেতৃত্বদের নিয়ে বৈঠক করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সাগরদিঘির নির্বাচনে হারের কারণ ব্যাখা করতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, অধীর রঞ্জন চৌধুরী আরএসএসের হয়ে কাজ করছেন। এছাড়াও তাঁকে বলতে শোনা গেল সাগরদিঘির নির্বাচনে প্রচুর টাকা বিলানো হয়েছে।
আরও পড়ুনঃ Amartya Sen: অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিশ! নতুন করে জটিলতা শুরু
গত বিধানসভা নির্বাচনে সাগরদিঘি থেকে ৫০ হাজারের বেশী ভোটে জয়লাভ করেন সুব্রত সাহা। কিন্তু তাঁর মৃত্যুর পর সেখানে উপনির্বাচন হয়। সেখানেই বদলে গেল রাজনৈতিক মানচিত্র। গত তিন বার ধরে জিতে আসা সাগরদিঘির প্রায় ২৩ হাজার ভোটে হারাতে হল তৃণমূলকে। একইসঙ্গে মুখ্যমন্ত্রীর কথায়, গোটা জেলা জুড়ে একটা চক্রান্ত চলছে। বিশেষ করে মাইনোরিটিদের ভুল বোঝানো হচ্ছে। তখনই সেই কথা বলতে গিয়ে অধীর রঞ্জন চৌধুরীর কথা বলেন মুখ্যমন্ত্রী।

গত বিধানসভা নির্বাচনে এনআরসি ইস্যুকে হাতিয়ার করেছিল তৃণমূল। যার ফলে মুর্শিদাবাদের একাধিক আসনে জয়লাভ করতে সক্ষম হয়েছিল তৃণমূল। কিন্তু রাজ্য রাজনীতিতে এর পর হাওয়া বদল হয়েছে। একাধিক অভিযোগে জেরবার হয়েছে রাজ্যের শাসক দল। তাই ভট বদল হয়েছে। যদিও নির্বাচনের ফলাফল ঘোষণার দিনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তি ছিল, বিজেপি, সিপিএম এবং কংগ্রেস গোপন আঁতাত করেছে। তার জয় হয়েছে সাগরদিঘিতে। তারপরে রবিবার দলের নেতাদের বিশেষ টোটকা দিতে গিয়ে কারণ ব্যাখা করলেন তিনি।
অধীর রঞ্জন চৌধুরী আরএসএসের হয়ে কাজ করছেন, বিস্ফোরক মমতা

অন্যদিকে এদিনেই রবিবারই অধীর চৌধুরী হুমকি দেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির এসেছিল মুর্শিদাবাদ দখল করতে, আমরা তাড়িয়েছি। ভবানীপুর থেকে দিদি এসেছিলেন মুর্শিদাবাদ দখল করতে, মুর্শিদাবাদ থেকে তৃণমূলকে উঠিয়ে দেব। তৃণমূল এই জেলায় অনুপ্রবেশকারী।