নজরবন্দি ব্যুরো: বলিউডে ফের খুশীর খবর। কিছুদিন আগেই কন্যা সন্তানের মা হয়েছেন আলিয়া ভাট। এবার আরও এক খুশির খবর। মা হলেন বিপাশা বসু। শনিবার ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এই বলিউড সুন্দরী। মেয়ের জন্মে আপ্লুত বাবা করণ সিং গ্রোভার।
আরও পড়ুন: বিমানবন্দরে শাহরুখকে আটকাল শুল্ক দফতর, দীর্ঘ সময় ধরে চলল জিজ্ঞাসাবাদ
৪৩ বছরে প্রথম সন্তানের মা হলেন বিপাশা। কিছুদিন আগেই বিপাশার সাধের আয়োজন করেছিলেন তাঁর মা। একেবারে বাঙালি নিয়ম মেনেই সাধ অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। আশীর্বাদ পর্ব মিতে যাওয়ার পর ‘মম-টু-বি’-র জন্য আয়োজন করা হয়েছিল পঞ্চব্যঞ্জনের। ভাত, রকমারি ভাজা, ডাল, তারকারি, মাংস, পায়েস এবং আরও নানা বাঙালি পদ সাজিয়ে দেওয়া হয়েছিল নায়িকার।
সেদিন গোলাপী গাউনে ধরা দিয়েছিলেন বং তনয়া, করণ সেজেছিলে গাঢ় নীল স্যুটে। ফুল এবং গোলাপি ও বেগুনি রঙের বেলুন দিয়ে সাজানো একটি দেওয়ালের সামনে ছবি তুললেন দু’জনে। কিছুদিন আগেই স্ত্রী বিপাশার মা হতে চলা নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছিলেন অভিনেতা করণ সিং গ্রোভার।
বলিউডে ফের খুশীর খবর, মা হলেন বিপাশা বসু
অগস্টেই সন্তান আসার খবর দিয়েছেন বিপাশা আর করণ। বিপাশা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘একটা নতুন সময়, একটা নতুন অধ্যায়, এক নতুন আলো আমাদের জীবনে নতুন রং যোগ করল। আমাদের যেন আরও একটু পূর্ণতা দিল। আমরা স্বতন্ত্র ভাবে নিজেদের জীবন শুরু করেছিলাম। তার পর একে অপরকে খুঁজে পাই। তখন দু’জন মিলে জীবন সাজিয়েছি। কিন্তু শুধু দু’জনের জন্য এত ভালোবাসা, বিষয়টা একটু অন্যায় হয়ে যাচ্ছে… তাই খুব শীঘ্রই আমরা দুই থেকে তিন হব।’