নজরবন্দি ব্যুরোঃ গত লোকসভা নির্বাচন থেকেই জঙ্গলমহল জুড়ে বিপর্যয় নেমেছিল তৃণমূলের। একইভাবে বাঁকুড়া জেলাতেও বিপর্যয় নেমেছিল তৃণমূলের। বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে জয়লাভ করে তৃণমূল। এমনকি বিধানসভা নির্বাচনেও জেলার একাধিক আসনে জয়লাভ করেছিল বিজেপি। বুধবার বাঁকুড়ার সভা থেকে অভিষেকের মুখে শোনা গেল আক্ষেপের সুর। তবে জানালেন, এতদিন ধরে মানুষের পাশে ছিল তৃণমূল। কখনও মুখ ফিরিয়ে নেয়নি। এবার বিজেপি জিতলে মানুষের জন্য লড়াইয়ের সুযোগ থাকবে না। জানালেন তিনি।
আরও পড়ুনঃ রাজ্যপালের উদ্যোগে ‘বাংলার নববর্ষ’ উৎসব, রাজভবন ঘুরে দেখার সুযোগ আমজনতার
এদিন ওন্দার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ২০১৯-এ আপনারা তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছেন, আমরা ফেরায়নি। একুশে ফিরিয়েছেন, আমরা ফেরায়নি। লক্ষ্মীর ভাণ্ডার-কন্যাশ্রী-স্টুডেন্টস ক্রেডিট কার্ড পাচ্ছে। আপনারা ভুলপথে পরিচালিত হয়ে ভোট দিয়েছেন, আমরা অভিমান করিনি।
তাঁর সংযোজন, কিন্তু এখানে বলে গেলাম, আপনিও মানুষ, আমিও মানুষ। আপনিও রক্তমাংসে গড়া, আমিও রক্তমাংসে গড়া। আপনি যদি নিজের অধিকারের জন্য না লড়েন, পরিবারের অধিকারের জন্য না লড়েন, তৃণমূল কংগ্রেসও আপনার অধিকারের জন্য লড়বে না। আমি স্পষ্ট বলে গেলাম।
তৃণমূল কংগ্রেসও আপনার অধিকারের জন্য লড়বে না, অভিষেকের বক্তব্য ঘিরে জল্পনা
বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বলেন, বিজেপি সাংসদদের মাটিতে দেখা যায় না। কোভিডের সময় নিজেদের জীবন বিপন্ন করে তৃণমূল দাঁড়িয়েছে আপনাদের পাশে। তৃণমূলকে আপনি নিজের সুখে বা আনন্দে পাননি। কিন্তু দুঃখে ও বিপদে একমাত্র তৃণমূল কংগ্রেসই আছে। পাশাপাশি বাম আমলের কথা মনে করিয়ে তিনি বলেন, আগে মানুষের রাস্তায় হাঁটার অধিকার ছিল না। অনেক মহিলা যাঁরা বিয়ের পর প্রথম ৭-১০ বছর বামফ্রন্ট সরকার দেখেছেন, তাঁরা নিজেদের প্রশ্ন করুন। সেই সময়ে দুই হাতে কলসি নিয়ে ১০ কিলোমিটার যেতে হত জলের জন্য। এখন গ্রামে গ্রামে জলের পরিষেবা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার পৌঁছে দিয়েছে।