পাণ্ডবেশ্বরের মাটিতে সব থেকে বড় কয়লা চোর জিতেন্দ্র তিওয়ারি, নাম না করে বিজেপি নেতাকে আক্রমণ অভিষেকের

পাণ্ডবেশ্বরের মাটিতে সব থেকে বড় কয়লা চোর জিতেন্দ্র তিওয়ারি, নাম না করে বিজেপি নেতাকে আক্রমণ অভিষেকের
Abhishek attacked the BJP leader Jitendra Tiwari

নজরবন্দি ব্যুরো: পাণ্ডবেশ্বরে ‘তৃণমূলে নব জোয়ার’ কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানায় তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। কয়লা কেলেঙ্কারির প্রসঙ্গে নাম না করে জিতেন্দ্র তিওয়ারিকে আক্রমণ করেন অভিষেক।

আরও পড়ুন: শরীর খুব খারাপ হয়েছে, কয়েকদিন বিশ্রাম নাও, ভাইপো অভিষেক কে পরামর্শ পিসি মমতার

তিনি বলেন, ‘পাণ্ডবেশ্বরের মাটিতে সব থেকে বড় কয়লা চোরকে নিয়ে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করল। আপনারা প্রাক্তন করে দিয়েছেন, আজীবন প্রাক্তন হয়ে গিয়েছে’। তিনি আরও বলেন, ‘ভোটে হেরে অনেকবার দলে ফেরার চেষ্টা করেছেন পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক। ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করে তাঁকে আটকেছে বিজেপি’।

পাণ্ডবেশ্বরের মাটিতে সব থেকে বড় কয়লা চোর জিতেন্দ্র তিওয়ারি, নাম না করে বিজেপি নেতাকে আক্রমণ অভিষেকের

কয়লা কাণ্ডে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জড়ানোর চেষ্টা করেছে বিরোধীরা। এবার দুর্গাপুরের নবজোয়ার যাত্রা থেকে কয়লা চুরি ইস্যুতে পালটা বিজেপিকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই সভা থেকেই কেন্দ্রীয় সংস্থা নিয়েও তোপ দাগেন অভিষেক।

পাণ্ডবেশ্বরের মাটিতে সব থেকে বড় কয়লা চোর জিতেন্দ্র তিওয়ারি, নাম না করে বিজেপি নেতাকে আক্রমণ অভিষেকের
পাণ্ডবেশ্বরের মাটিতে সব থেকে বড় কয়লা চোর জিতেন্দ্র তিওয়ারি, নাম না করে বিজেপি নেতাকে আক্রমণ অভিষেকের

বিশ্বাসযোগ্যতার প্রশ্ন তুলে তার বক্তব্য, “রবীন্দ্রনাথের নোবেল চুরির সুরাহা হয়েছে? জ্ঞানেশ্বরী কাণ্ডের কী সমাধান হয়েছে? সারদায় ক’টা মানুষ টাকা ফেরত পেয়েছে?” জনসংযোগ যাত্রায় এখন পশ্চিম বর্ধমানের অভিষেক। এই সভাথেকে অভিষেক বিজেপি সরকারকে সরাসরি ক্রমন করে বলেন,

পাণ্ডবেশ্বরের মাটিতে সব থেকে বড় কয়লা চোর জিতেন্দ্র তিওয়ারি, নাম না করে বিজেপি নেতাকে আক্রমণ অভিষেকের

পাণ্ডবেশ্বরের মাটিতে সব থেকে বড় কয়লা চোর জিতেন্দ্র তিওয়ারি, নাম না করে বিজেপি নেতাকে আক্রমণ অভিষেকের

‘এই ভারতীয় জনতা পার্টি নাকি কয়লা চুরির তদন্ত করবে! কয়লা মাফিয়া জয়দেব খাঁ, দিলীপ ঘোষের সঙ্গে বসে শিব মন্দিরে জল ঢালছে!প্রহ্লাদ জোশী, কেন্দ্রের কয়লামন্ত্রী, তাঁর সাথে বসে, তাঁর হোটেলের রুমে ছবি তুলছে, আর কফি খাচ্ছে। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির ডবল ইঞ্জিন সরকারের নমুনা’।