নজরবন্দি ব্যুরোঃ তৃণমূল সাংসদের গাড়ির ধাক্কায় ৪ বছরের শিশুর মৃত্যু। মৃত শিশুর নাম হাসিম সরকার। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ জুড়ে৷ ঘটনায় তৃণমূল সাংসদ আবু তাহেরের ওপর ফেটে পড়েছে মৃত শিশুর পরিবার। বুধবার মুর্শিদাবাদের নওদা থানার পিপড়েখালি বাজার এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত শিশুর নাম হাসিম সরকার।
আরও পড়ুনঃ পরবর্তী রাজ্যপাল কে? সুকান্তর মন্তব্য ঘিরে জল্পনা শুরু
জানা গেছে, বুধবার নওদা থেকে বহরমপুরের দিকে রওনা দিয়েছিলেন আবু তাহের খান। পরবর্তীতে পিঁপড়ে খালি এলাকায় তৃণমূল সাংসদের গাড়ির মুখোমুখি হয় চার বছরের হাসিম সরকার৷ ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে শিশুটি৷ পরে মুর্শিদাবাদ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু তখন আর বাঁচানো সম্ভব হয়নি।

হাসপাতাল সূত্রে খবর, সাংসদের গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর চোট পায় শিশুটি। তাই দীর্ঘ সময় ধরে চিকিৎসকদের কড়া নজরদারিতে রাখা হলেও বাচ্চাটিকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে বাড়ছে ক্ষোভ। সাংসদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে পরিবার।
সূত্রের খবর, এদিন মায়ের সঙ্গে ব্যাঙ্কে গিয়েছিল হাসিম। আচমকা মায়ের হাত ছেড়ে দৌড়াতে শুরু করতেই ঘটে যায় বিপত্তি৷ নিজের গাড়িতে করেই হাসপাতালে নিয়ে যান সাংসদ৷ রাস্তা থেকে কোলে করে গাড়িতে তুলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন সাংসদ আবু তাহের খান নিজেই।
তৃণমূল সাংসদ আবু তাহেরের গাড়ির ধাক্কায় শিশু মৃত্যু, শোরগোল মুর্শিদাবাদ জুড়ে
তারপরেই ওই শিশুকে ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলার পর মৃত্যু হয় ওই শিশুর। গোটা ঘটনায় শোক প্রকাশ করেছেন সাংসদ আবু তাহের খান। তিনি জানান, বাচ্চাটি আচমকা এসে যাওয়াতে এই বিপদ ঘটেছে। মৃতের পরিবারকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।